কমিটি নিয়ে দ্বন্দ্ব: প্রধান শিক্ষককে প্রাণনাশের হুমকি

পটুয়াখালীঃ জেলার দুমকীতে প্রধান শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. রেজাউল হক রাজনের বিরুদ্ধে। গত সোমবার সন্ধ্যায় উপজেলার আঙ্গারিয়া বন্দর এলাকায় আঙ্গারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল লস্করের বাসভবনে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়।

ঘটনাসূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে আঙ্গারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে আওয়ামী লীগ নেতা রেজাউল হক রাজনের সঙ্গে বিরোধ চলছিল। রাজন ইতিপূর্বে দুই মেয়াদে স্কুল কমিটির সভাপতি ছিলেন। বিদ্যালয়ের নতুন কমিটি গঠনের লক্ষ্যে এ বছরের ১৮ই মে নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ১৫ই জুন কমিটি অনুমোদিত হয়। বর্তমান কমিটিতে রাজন অন্তর্ভুক্ত হতে না পেরে ২২শে জুন বিদ্যালয় ক্যাম্পাসে কতিপয় অভিভাবক সদস্যদের নিয়ে মানববন্ধন কর্মসূচি পালনসহ অকথ্য ভাষায় গালাগাল এবং প্রাণনাশের হুমকি দেন। এ ছাড়া ২৬শে জুন কমিটি অবৈধ বলে নিজেকে অভিভাবক সদস্য সাজিয়ে প্রধান শিক্ষককে অভিযুক্ত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন। প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেয়ায় ৩রা জুলাই রেজাউল হক রাজন ও তার ভাইকে অভিযুক্ত করে প্রধান শিক্ষক বাবুল লস্কর দুমকী থানায় সাধারণ ডায়েরি করেন। আদালত সাধারণ ডায়েরি আমলে নিয়ে দুমকী থানার উপ পুলিশ পরিদর্শক মো. আরিফুল ইসলাম তদন্ত সাপেক্ষে দাখিল করেন। অন্যদিকে কমিটি অবৈধ মর্মে অভিভাবক সদস্য মীর মনির হোসেন বর্তমান কমিটির ১০ সদস্যসহ ১৫ জনের বিরুদ্ধে ১৯শে জুলাই আদালতে দেওয়ানি মামলা দায়ের করলে ৪ঠা সেপ্টেম্বর শুনানি হয়।

যার প্রধান সাক্ষী ছিলেন রেজাউল হক রাজন। এ বিষয়ে প্রধান শিক্ষক বাবুল লস্কর বলেন, সন্ধ্যায় রাজন আমার বাসার মধ্যে ঢুকে কেন তাকে মামলায় জড়ানো হলো বলে অকথ্য ভাষায় গালাগালসহ গায়ে হাত তুলতে গেলে তার ভাই রাজিব তাকে বাসা থেকে বাইরে নিয়ে যায়। আমি বাসার গেট আটকে পুলিশকে জানাই। পুলিশ ঘটনাস্থলে আসার আগেই তিনি স্থান ত্যাগ করেন।

এ বিষয়ে রেজাউল হক রাজন জানান, তার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা ও বানোয়াট। কেন তাকে মিথ্যা মামলায় জড়ানো হলো এতটুকুই জিজ্ঞাসা করা হয়েছে, এর বেশি কিছুই হয়নি।

দুমকী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, ডিউটি অফিসারের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। এ বিষয়ে প্রধান শিক্ষক লিখিত কোনো অভিযোগ দাখিল করেননি। লিখিত পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০৯/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়