কক্সবাজারে সাগরে প্রাণ গেল ২ স্কুলছাত্রের

কক্সবাজারঃ কক্সবাজার সমুদ্রসৈকতে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার সৈকতের শৈবাল পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ইয়ামিন হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন– কক্সবাজার শহরের মধ্যম বাহারছড়া এলাকার সাইফুল ইসলামের ছেলে আকরামুল ইসলাম সাজিন (১৬) এবং একই এলাকার মৃত মাহবুব আলমের ছেলে আরিফুল ইসলাম (১৬)। তারা দুজনই কক্সবাজার পৌর প্রিপ্যারেটরি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ইয়ামিন হোসেন বলেন, গতকাল বৃহস্পতিবার বিকেলে কক্সবাজার সমুদ্রসৈকতের শৈবাল পয়েন্টে কয়েক বন্ধু মিলে গোসলে নামে। একপর্যায়ে স্রোতের টানে আরিফুল ও সাজিন ভেসে যেতে থাকে। ঘটনাস্থলে উপস্থিত অন্য বন্ধুদের চিৎকারে স্থানীয় বিচকর্মী ও লাইফ গার্ডের সদস্যরা সাজিনকে উদ্ধার করলেও আরিফুল ভেসে যায়। পরে সাজিনকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ঘটনার পর থেকে নিখোঁজ আরিফুলের সন্ধান চালিয়ে শৈবাল পয়েন্ট থেকে রাত সাড়ে ৮টার দিকে তার মরদেহ উদ্ধার করেন লাইফগার্ড ও বিচকর্মীরা।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/১০/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়