ওবায়দুল হাসান ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক।।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ১১ সেপ্টেম্বর থেকে বিদেশে থাকায় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দুল হাসান। প্রধান বিচারপতি ১৮ সেপ্টেম্বর পর্যন্ত বিদেশ থাকবেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, হাসান ফয়েজের অনুপস্থিতিতে অর্থাৎ ১১ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত অথবা পুনরায় কার্যভার গ্রহণ না করা পর্যন্ত বিচারপতি ওবায়দুল হাসান প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন। এদিকে প্রধান বিচারপতি হাসান ফয়েজ ৬৭ বছর বয়স পূর্ণ করে আগামী ২৫ সেপ্টেম্বর অবসরে যাচ্ছেন।

সেপ্টেম্বর মাসজুড়ে সুপ্রিমকোর্ট অবকাশকালীন ছুটি থাকবে বলে তার শেষ বিচারিক কার্যদিবস ছিল গত ৩১ আগস্ট। সেদিন আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন তিনি। আগামী ২৬ সেপ্টেম্বর থেকে বিচার বিভাগের সর্বোচ্চ এ পদ শূন্য হচ্ছে। ২৪তম প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি ওবায়দুল হাসানের নিয়োগ অনেকটাই নিশ্চিত বলে আইন অঙ্গনের ব্যক্তিরা মনে করছেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/০৯/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়