নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ মাধ্যমিক স্কুল সার্টিফিকেটে ২০২৪ সালের পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার প্রশ্ন পত্র ঢাকা শিক্ষা বোর্ড থেকে প্রেরণ করা হবে না জানিয়েছি ঢাকা শিক্ষা বোর্ড। স্ব স্ব প্রতিষ্ঠান নির্বাচনী পরীক্ষার প্রশ্নের ব্যবস্থা করবে।
মঙ্গলবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোল আবুল বাশার স্বাক্ষরিতে এক জরুরি বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক স্কুল সার্টিফিকেটে ২০২৪ সালের পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা গ্রহণ শেষ করে নির্বাচনী পরীক্ষার ফলাফল আগামী ২৬ অক্টোবরের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এসএসসি পরীক্ষার ফরম পূরণ আগামী ৩০ অক্টোবর থেকে শুরু হবে। ফরম পূরণের সময়সূচিসহ বিস্তারিত তথ্য যথাসময়ে বোর্ড বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
এতে বলা হয়, নির্বাচনী পরীক্ষার প্রশ্ন পত্র ঢাকা শিক্ষা বোর্ড থেকে প্রেরণ করা হবে না জানিয়েছি ঢাকা শিক্ষা বোর্ড। স্ব স্ব প্রতিষ্ঠান নির্বাচনী পরীক্ষার প্রশ্নের ব্যবস্থা করবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৭/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়