একাদশ অধ্যায়
বাংলাদেশের সম্পদ ও শিল্প
বহু নির্বাচনী প্রশ্ন
১। বাংলাদেশ রপ্তানি বাণিজ্যে এগিয়ে কোন দেশের সাথে?
ক) ভারত খ) যুক্তরাষ্ট্র গ) চীন ঘ) পাকিস্তান
২। কোন ধরনের শিল্পের জন্য শতাধিক শ্রমিক প্রয়োজন?
ক) কুটির খ) বৃহৎ
গ) মাঝারি ঘ) ক্ষুদ্র
৩। বাংলাদেশের অর্থকরী ফসলের মধ্যে কোনটি অন্যতম?
ক) ইক্ষু খ) পাট
গ) চা ঘ) গম
৪।পাট চাষ ভালো হয় কোন মাটিতে?
ক) দোআঁশ মাটিতে
খ) এটেল মাটিতে
গ) পলিযুক্ত দোআঁশ মাটিতে
ঘ) বেলে মাটিতে
৫। যমুনা সার কারখানা কোথায় অবস্থিত?
ক) সাভার খ) ফেঞ্চুগঞ্জ
গ) আশুগঞ্জ ঘ) কেরানীগঞ্জ
৬। সেমুতাং কী?
ক) বাণিজ্য কেন্দ্র
খ) সমুদ্রবন্দর
গ) নদীবন্দর
ঘ) গ্যাসক্ষেত্র
নিচের উদ্দীপকটি পড়ে ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাও :
বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত, প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিকভাবে সমৃদ্ধ দেশ। বাংলাদেশের প্রতিটি স্থানেই পর্যটনের আকর্ষণীয় উপাদান রয়েছে।
পর্যটন স্থানসমূহ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
৭। সাতগম্বুজ মসজিদ কখন নির্মিত হয়?
ক) অষ্টাদশ শতাব্দীতে
খ) পঞ্চদশ শতাব্দীতে
গ) সপ্তদশ শতাব্দীতে
ঘ) বিংশ শতাব্দীতে
৮। পূর্ববঙ্গের পর্যটন স্থানসমূহ—
i. মধুপুরের গড়
ii. জাফলংয়ের পাহাড়
iii. মাধবকুণ্ড জলপ্রপাত
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর : ১. খ ২. গ ৩. খ ৪. গ ৫. খ ৬. ঘ ৭. গ ৮. ঘ।