এসএসসির ফরম পূরণে ১০ গুণ টাকা আদায়

সীতাকুণ্ডের ভাটিয়ারী হাজী টিএসসি উচ্চ বিদ্যালয়ে

শিক্ষাবার্তা ডেস্কঃ এসএসসির জন্য নির্ধারিত বোর্ড ফি’র পরিবর্তে ১৩ হাজার টাকা পর্যন্ত নিয়ে ফরম পূরণের গুরুতর অভিযোগ উঠেছে। বোর্ড নির্ধারিত ফি মানবিক ও বাণিজ্য শাখায় দুই হাজার ২০ টাকা আর বিজ্ঞান শাখায় দুই হাজার ১৪০ টাকা হলেও উপজেলার ভাটিয়ারী হাজী টিএসসি উচ্চ বিদ্যালয়ে তার ১০ গুণ বেশি ফি নিয়ে এসএসসির ফরম পূরণ করা হচ্ছে।

বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা এই টাকা নিলেও তার কোনো রসিদও দেয়া হচ্ছে না। আর যারা ১০ শ্রেণীর টেস্ট পরীক্ষায় তিন-চার বিষয়ে খারাপ করেছে তাদের থেকে আরো বেশি টাকার বিনিময়ে মুচলেকা নিয়ে পরীক্ষা দেয়ার সুযোগ দেয়া হচ্ছে। এ নিয়ে ভুক্তভোগী ছাত্র ও অভিভাবকরা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে অভিযোগ দায়ের করেছেন। তবে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক কান্তি লাল অতিরিক্ত টাকা নেয়ার কথা অস্বীকার করেছেন।

অভিযোগকারী ভাটিয়ারী হাজী টিএসসি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রিফাত ও সিজানের সাথে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে বুধবার বিকেলে কথা হয়। তারা বলে, ভাটিয়ারী হাজী টিএসসি উচ্চ বিদ্যালয়ে গত ডিসেম্বরে অনুষ্ঠিত টেস্ট পরীক্ষায় ৩৫ জন শিক্ষার্থী কয়েকটি বিষয়ে কৃতকার্য হয়নি। এর মধ্যে আমরাও আছি। আমাদেরকে বিদ্যালয় পরিচালনা পরিষদ ও শিক্ষকরা জানিয়েছেন, কয়েকটি বিষয়ে অকৃতকার্য ছাত্রছাত্রীরা ১৩ হাজার ৫০০ টাকা পর্যন্ত জমা দিলে ২০২৩-এর এসএসসি ফরম পূরণ করতে দেয়া হবে। না হলে ফরম পূরণ করা হবে না। এ ছাড়া ওই স্কুলের অভিভাবক সাতলিন, ইব্রাহিম, শাহ আলম, সেলিম, জসিম, সানজিদা আক্তারও একই অভিযোগ করে বলেন, অনেক অভিভাবক আর্থিক সীমাবদ্ধতার কারণে বিদ্যালয়ের চাহিদা মতো টাকা দিতে পারছেন না।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা আলম সরকার ছাত্রদের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে ওই বিদ্যালয়ে গিয়ে নানা অনিয়মের তথ্য পেয়েছেন বলে স্বীকার করেন। তিনি আরো বলেন, অভিযোগগের ভিত্তিতে অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ভাটিয়ারী হাজী টিএসসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কান্তি লাল বলেন, পরীক্ষার্থীদের কাছ থেকে কোনো অতিরিক্ত টাকা নেয়া হচ্ছে না।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আর সি দাস রবিন্স বলেন, অতিরিক্ত টাকা নেয়ার কোনো তথ্য আমার জানা নেই। এ বিষয়ে কমিটির কোনো সিদ্ধান্তও নেই। এ ব্যাপারে বিস্তারিত জেনে বলতে পারবেন বলে তিনি জানান।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৪/০২/২৩