নিউজ ডেস্ক।।
এসএসসির খাতা চ্যালেঞ্জ বা পুনঃনিরীক্ষার ফল আজ সোমবার প্রকাশ করা হবে। সব শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড একযোগে এ দিন খাতা চ্যালেঞ্জের ফল প্রকাশ করবে। সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন শিক্ষা বোর্ডগুলো মোর্চা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।
তিনি জানান, সোমবার এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হবে। সব বোর্ডে একই দিনে এ ফল প্রকাশ করার কথা আছে। বোর্ডগুলো নিজ নিজ ব্যবস্থাপনায় আবেদন করা খাতা পুনঃনিরীক্ষণের কাজ করছে। আশা করছি এ দিন দুপুরের পরই শিক্ষার্থীরা ফল পাবেন। তিনি আরো জানান, ঢাকা বোর্ডের ৭৩ হাজার শিক্ষার্থী এসএসসির বিভিন্ন বিষয়ের এক লাখ ৯১ হাজারটির বেশি খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন।
ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো: আবুল বাশার বলেন, যেসব পরীক্ষার্থী এসএসসির খাতা পুনঃনিরীক্ষার আবেদন করেছেন তাদের সবার খাতা আবার যাচাই করে কোনো অসঙ্গতি পেলে সেগুলো দূর করে ফল প্রকাশ করা হবে। খাতা চ্যালেঞ্জ করে বহু শিক্ষার্থী কাক্সিক্ষত ফল পেয়েছেন। প্রতি বছরই এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষা শেষে ফল পুনঃনিরীক্ষার আবেদন নেয়া হয়ে থাকে।
জানা গেছে, ইতোমধ্যে একাদশে ভর্তির প্রথম ধাপের আবেদন গ্রহণ শেষ হলেও ৩১ আগস্ট খাতা পুনঃনিরীক্ষণ বা চ্যালেঞ্জের আবেদন করে ফল বদলানো শিক্ষার্থীদের আবেদনের সুযোগ দেয়া হবে। প্রথম ধাপে প্রায় ১৩ লাখ শিক্ষার্থী ভর্তির আবেদন করেছেন।