রাজশাহীঃ এমপি ফারুক চৌধুরীর আলোচনা সভাকে কেন্দ্র করে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বিকেল দুইটার দিকে সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সকাল থেকেই স্কুল কলেজ ও মাদ্রাসা বন্ধ করে দেয়া হয়। রাজশাহীর তানোরে ঘটেছে এমন ঘটনা।
বৃহস্পতিবার প্রতিষ্ঠান চলার পর শারদীয় দূর্গাপূজার ছুটি হওয়ার কথা। কিন্তু এমপির সভাকে কেন্দ্র করে কোন প্রতিষ্ঠান বুধবার আবার কোনটা বৃহস্পতিবার সকালেই ছুটি দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকালের দিকে গভীর নলকূপ অপারেটর ও উপজেলা পরিষদের সকল কর্মকর্তা-কর্মচারী এবং জনপ্রতিনিধিদেী সাথে মতবিনিময় করেন এমপি ফারুক চৌধুরি। উপজেলা পরিষদের শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত হয় সভাগুলো। এতে করে সপ্তাহের শেষ দিন এমন সভায় বিব্রত অফিসপাড়া। ফলে একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড করেই চলেছেন এমপি।
এছাড়াও দুপুর আড়াইটার দিকে পূর্ব নির্ধারিত তানোর মহিলা কলেজ( চাপড়া) শিক্ষক কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় যোগদেন এমপি। উপজেলার সকল স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষক কর্মচারীরা সকাল থেকেই সভায় উপস্থিত হন।
সরেজমিনে সাড়ে ১১ টার দিকে দেখা যায়, তানোর পৌর এলাকার মডেল পাইলট স্কুলের দুটি গেটের মধ্যে একটিতে তালা মারা ও মুল ফটকের এক পাশ খোলা ছিল। ভিতরে স্কুলের ক্লাসরুম ও অফিস কক্ষ তালা বদ্ধ। বালিকা স্কুলের মুল ফটকের যাতায়াতের মত খোলা রেখে সব বন্ধ। ভিতরে সব ক্লাস রুম তালা মারা। কোন শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের দেখা যায় নি। পৌরসভা (আমশো) স্কুলের নেটের গেটে তালা মারা ভিতরে যাওয়ার উপায় নেই। পৌরসভা (আমশো) দাখিল মাদ্রাসা বন্ধ, মাঠে কয়েক কিশোর ফুটবল খেলছিল, তাদের কাছে জানতে চাওয়া হয় মাদ্রাসায় কেউ আসেন নি তারা বলেন গত বুধবারে পূজার ছুটি দিয়েছে। এজন্য বন্ধ আছে।
চাপড়া মাধ্যমিক স্কুলে ভোর থেকেই রান্নার কাজ চলার কারনে মাধ্যমিকসহ প্রাথমিক স্কুলও বন্ধ করে দেয়া হয়। বনকেশর ব্রীজ ঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদের সাথে মোবাইলে স্কুল বন্ধের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আচ্চা ঠিক আছে পরে কথা হবে।
মডেল পাইলট স্কুলের প্রধান শিক্ষক মাইনুল ইসলাম সেলিমকে চাপড়া স্কুলে দেখে জানতে চাওয়া হয় আপনার স্কুল বন্ধ ছিল তিনি জানান, আমি হাজিরা খাতায় সাক্ষর করে এসেছি। সভা শেষে স্কুলে গিয়ে ছুটি দিব। অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি ফারুক চৌধুরী।
তানোর মহিলা কলেজের অধ্যাক্ষ কলেজ শিক্ষক সমিতির সম্পাদক অনুকুল কুমার ঘোষের সভাপতিত্বে ও মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি সরনজাই দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন, মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান, সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন স্কুল শিক্ষক সমিতির সভাপতি চাপড়া স্কুলের প্রধান শিক্ষক জিল্লুর রহমান সম্পাদক আকচা স্কুলের প্রধান শিক্ষক আসলাম উদ্দিন, মডেল পাইলট স্কুলের প্রধান শিক্ষক মাইনুল ইসলাম সেলিম ও পারিশো দূর্গাপুর স্কুলের প্রধান শিক্ষক রাম কমল সাহা।
সভাকে সামনে রেখে গত বুধবার দিবাগত রাত ও বৃহস্পতিবার সকালের দিকে ডিজে গানবাজনাও হয়। বৃহস্পতিবার ভোর থেকে চাপড়া স্কুলের ভিতরে চলে রান্না বাড়ার কাজ। এজন্য মাধ্যমিক স্কুল ও প্রাথমিক স্কুল বন্ধ ছিল। স্কুল ও মাদ্রাসা এবং কলেজ শিক্ষক সমিতির আয়োজনে অনুষ্ঠিত হয় সভা। এসময় উপজেলার মাধ্যমিক নিম্ম মাধ্যমিক ৬৮ টি মাদ্রাসা ২৮ টি ও ১৩ টি কলেজের কয়েক হাজার শিক্ষক কর্মচারী এবং দলীয় নেতারা উপস্থিত ছিলেন।
জেলা শিক্ষা অফিসার নাসির উদ্দীন বলেন, একযোগে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে সভা করা সঠিক হয়নি। কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি আবিদা সিফাতের সরকারি মোবাইল নম্বরে একাধিকবার ফোন দেয়া হলেও শুধু বিজি আর বিজি পাওয়া যায়।
রাজশাহী জেলা প্রসাশক শামিম আহম্মেদের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, জনপ্রতিনিধিরা অত্যান্ত সচেতন। সকল প্রতিষ্ঠান বন্ধ করে সভা করার কথা না, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৯/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়