এমপিও সভা বুধবার, সভায় ভাগ্য নির্ধারণ হবে যে সব শিক্ষক-কর্মচারীদের!

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ আগামী ২৯ মার্চ (বুধবার) বেসরকারি স্কুল-কলেজ শিক্ষকদের এমপিও আপিল বা পুনর্বিবেচনা কমিটির সভা অনুষ্ঠিত হবে। এদিন বেলা সাড়ে ১২টায় বাংলাদেশে শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোতে (ব্যানবেইস) এ সভা অনুষ্ঠিত হবে। এ সভায় দেশের বিভিন্ন স্কুল কলেজের বিভিন্ন অভিযোগ নিষ্পত্তির জন্য অভিযুক্ত শিক্ষক-কর্মচারীদের শুনানি গ্রহণ করা হবে। শুনানি গ্রহণের জন্য সভায় ১৩ জন শিক্ষক-কর্মচারীকে তলব করা হয়েছে।

গত বৃহস্পতিবার এসব তথ্য জানিয়ে নোটিশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

জানা গেছে, এমপিও আপিল বা পুনর্বিবেচনা কমিটির সভায় সভাপতিত্ব করবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব আ ন ম আল ফিরোজ। সভায় শিক্ষক-কর্মচারীদের বাতিল বা স্থগিত হয়ে যাওয়া এমপিওর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। স্কুল ও কলেজের যেসব শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তি, বকেয়া, এমপিও বন্ধ করা ও বন্ধ হওয়া এমপিও ছাড় করার বিষয়ে সিদ্ধান্ত নেয় এমপিওর আপিল কমিটি।

এমপিও পুনর্বিবেচনা কমিটির সভায় শিক্ষক-কর্মচারীদের এমপিও, নিয়োগসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে তাদের শুনানি গ্রহণ করা হবে।

সভায় শুনানিতে ১৩ জন শিক্ষক কর্মচারীকে তলব করা হয়েছে। এ তালিকায় আছেন নীলফামারীর সৈয়দপুর উপজেলার বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রহিমুল ইসলাম শাহ, রাজশাহীর গোদাগাড়ির কদমা হাই স্কুলের সহকারী শিক্ষক শামসজ্জোহা, কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক শিরিন আখতার সিদ্দিকা, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মহিউদ্দিন আহমেদ মহিল ডিগ্রি কলেজের ল্যাব সহকারী মো. মনির হাওলাদার, কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঁশকাইট ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মুজিবুর রহমান এবং সাতক্ষীরা সদরের সাতক্ষীরা নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিখা রাণী মন্ডল।

তলব করা শিক্ষক-কর্মচারীদের তালিকায় আরো আছেন, পঞ্চগড়ের বোদা উপজেলার বলরামহাট মডেল বালিকা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এন্তাজুল হক, কুড়িগ্রামের নাগেশ্বরীর ভিতরবন্দ জে ডি একাডেমির সহকারী শিক্ষক বিনু চন্দ্র বর্মন, ভোলার চরফ্যাশনের নজরুল ইসলাম মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এ কে এম শাহাবুদ্দিন, নেত্রকোণা সদরের লক্ষ্মীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রোকসানা আক্তার, চট্টগ্রাম রাংগুনীয়ার হাসিনা জামিলা ডিগ্রি কলেজের প্রভাষক মুহাম্মদ আনোয়ার হোসেন এবং পটুয়াখালীর বাউফলের ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের প্রভাষক নিহার বিন্দু বিশ্বাস।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৬/০৩/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়