‘এমপিও বিক্রি’ করা সিলেটের মাধ্যমিক শিক্ষার ডিডি জাহাঙ্গীর ওএসডি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ মাধ্যমিক ও উচ্চ শিক্ষার সেই উপপরিচালক জাহাঙ্গীর কবির আহাম্মদকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব দেয়া হয়েছে। তাকে অবিলম্বে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে বলা হয়েছে। প্রজ্ঞাপনে তার মূল পদ প্রধান শিক্ষক বলে উল্লেখ করা হয়েছে।

বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে তাকে ওএসডি করে জারি করা প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। এর আগে গত ৯ নভেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব রহিমা আক্তার। প্রজ্ঞাপনে সিলেটের জেলা শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ মো. আব্দুল ওয়াদুদকে সিলেট অঞ্চলের উপপরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করতে বলা হয়েছে।

সম্প্রতি পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে ডিডি জাহাঙ্গীরের এসব অপকর্মের কথা উঠে এসেছে। গত ১৬ মে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন ডিআইএ কর্তারা। সেদিন প্রতিবেদনটি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে পাঠানো হয়েছে।

উপপরিচালক জাহাঙ্গীর কবির আহাম্মদকে মাউশিতে ক্লোজ করে নেওয়ায় শিক্ষাবার্তা অফিসে ফোন করে সিলেটের অঞ্চলের এমপিওভুক্ত একাধিক শিক্ষক স্বস্থি প্রকাশ করেছেন। শুধু ওএসডি নয় তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন ভুক্তোভুগি এসব শিক্ষকরা।

উল্লেখ্য, গত ২৩ জুন ২০২৩ ইং তারিখে ‘বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ‘এমপিও’ বিক্রি হয় যেখানে!’ শিরোনামে শিক্ষাবার্তা’য় এই উপ পরিচালককে নিয়ে সংবাদ প্রকাশিত হলে সারাদেশে ব্যাপক সমালোচনার ঝড় উঠে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৬/১১/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়