রাজধানীর শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুলের ১০ জন শিক্ষকের মান্থলি মেমেন্টে অর্ডার (এমপিও) দিতে ঘুষ দাবির করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে সাত কর্মদিবসের মধ্যে অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। গত ৩০ মে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর ঢাকা অঞ্চলের পরিচালক ও সহকারী পরিচালককে (কলেজ) এই নির্দেশ দেয়।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর থেকে জানা গেছে, রাজধানীর শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যন্ড কলেজে নতুন নিয়োগ পাওয়া ১০ জন শিক্ষক অনলাইনে এমপিওভুক্তির আবেদন করেন। কিন্তু মিরপুরের থানা মাধ্যমিক শিক্ষা অফিস এবং ঢাকা জেলা শিক্ষা অফিস ১০ জন শিক্ষকের কাছে অর্থ দাবি করে। স্কুলটির প্রধান শিক্ষক এই অভিযোগ জানিয়েছেন।