এমপিওভুক্ত শিক্ষক: নেই পদোন্নতি, পূর্ণাঙ্গ উৎসব ভাতা ও বদলির সুযোগ

চাকরি জাতীয়করণ ও পূর্ণাঙ্গ উৎসব ভাতার দাবিতে প্রতিনিধি সভা ও সংবাদ সম্মেলনে বক্তরা

টাঙ্গাইলঃ জেলায় চাকরি জাতীয়করণ ও পূর্ণাঙ্গ উৎসব ভাতার দলির সুযোগ, চিকিৎসা ভাতা, সামাজিক মর্যাদা, পেশাগত মর্যাদার দাবিতে প্রতিনিধি সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগারে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের জেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আযোজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূইঁয়া। শিক্ষক-কর্মকারী ঐক্যজোট জেলা শাখার সভাপতি

অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বাধীনতার ৫২ বছর পরেও আমরা আমাদের অধিকার আদায়ে পূর্ণ সফল হতে পারিনি। অদ্যবধি আমাদের নেই যথোপযুক্ত স্কেল ও গ্রেড, পদোন্নতি, বাড়ী ভাড়া, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বদলির সুযোগ, চিকিৎসা ভাতা, সামাজিক মর্যাদা, পেশাগত মর্যাদা। অর্থনৈতিক মুক্তি না দিয়ে তার সঙ্গে যোগ হয়েছে কর এর বোঝা। এমতাবস্থায় চাকরি শেষেও করতে পারি না মাথা গোজার ঠাঁই।

আজকে দ্রবমূল্যের যে উর্ধবগতি, কোনো কোনো পণ্যের মূল্য দ্বিগুণ এর বেশি বৃদ্ধি পেয়েছে। বেতন ও ভাতাদি বৃদ্ধি না হওয়ায় আমাদের নাভিস্বাস। এমতাবস্থায় প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিতকরণে সমগ্র শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ এবং ঈদুল আজহার পূর্বেই পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদানের জোর বাদি জানাচ্ছি, অন্যথায় আগামী ৩০ জুন এর পর সারাদেশের সকল স্কুল-কলেজ ও মাদরাসায় একযোগে তালা ঝুলিয়ে দেওয়ার হুঁশিয়ারী দেন তারা।

একেএম আব্দুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের অতিরিক্ত মহাসচিব জাকির হোসেন, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল বাসেত মিঞা, টাঙ্গাইল বাকশিসের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান তুহিন, ভূঞাপুর উপজেলার শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি আব্দুল লতিফ মন্ডল, ঘাটাইল জোড়দিঘী কারিগরি ও বিএম মহাবিদ্যালয়ের অধ্যক্ষ নুর আলম, লায়ন নজরুল ইসলাম ডিগ্রি কলেজের অধ্যাপক ওবায়দুল্লাহ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোট জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৮/০৫/২০২৩           

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়