নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বেসরকারি এমপিওভুক্তির আমলে প্রাপ্ত বেতন ও গ্রেড বহাল রাখা ও এডহক নিয়োগ দেওয়াসহ ৭ দাবি জানিয়েছে আত্তীকৃত কলেজ শিক্ষকরা। দ্রুত এসব দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি জানান তারা।
বৃহস্পতিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে সরকারি কলেজ শিক্ষক সমিতির (সকশিস) আয়োজনে অনুষ্ঠিত সভায় সংগঠনের সভাপতি মো. ইসহাক এসব দাবি উপস্থাপন করেন।
লিখিত বক্তব্য পাঠে মো. ইসহাক বলেন, ‘প্রতিটি উপজেলায় একটি করে কলেজকে সরকারিকরণ করার বিষয়ে ২০১৬ সালে ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী।
এর দুই বছর পর সরকারি আদেশ (জিও) জারি করা হয়। অথচ ঘোষণার দীর্ঘ ৭ বছর পরও তা বাস্তবায়ন সম্ভব হয়নি। এ সময়ের মধ্যে সরকারিকরণ করা ৩২৯টি কলেজের মধ্যে মাত্র ১৪১টিতে শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে, এখনো ১৮৮ কলেজে নিয়োগ দেওয়া সম্ভব হয়নি।’
সাধারণ সম্পাদক কামরুল হাসানের উত্থাপিত ৭ দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো সরকারি কলেজের সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও অধ্যাপকদের মতো আত্তীকৃত শিক্ষকদের পদোন্নতির ব্যবস্থা করা।
নতুন পদ সৃষ্টি করা। বেসরকারি আমলের চাকরিকাল হিসেব করে বেতন ভাতা ও জ্যেষ্ঠতা নির্ধারণ, পদোন্নতি, পেনশনসহ সব সুযোগ সুবিধা নিশ্চিত করা।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৬/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়