নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ সর্বশেষ এমপিও নীতিমালা ও জনবল কাঠামো জারির আগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলেও তারা যোগদান করেছিলেন নীতিমালা জারির পর। তাই নতুন এমপিও নীতিমালা জারির পর বিভিন্ন স্কুল-কলেজে যোগদান করা অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটররা এমপিওভুক্ত হতে পারছিলেন না। পদের নাম ও যোগ্যতা পরিবর্তন হওয়ায় এ জটিলতা সৃষ্টি হয়েছিলো। অবশেষে তারা এমপিওভুক্তির সুযোগ পেলেন।
এমপিও নীতিমালা জারির আগে নিয়োগ বিজ্ঞপ্তি ও নীতিমালা জারির পর যোগদান করা অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটররা বিধিমোতাবেক নিয়োগ থাকলে এমপিওভুক্ত হতে পারবেন বলে আঞ্চলিক উপপরিচালকদের জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। বিষয়টি জানিয়ে উপপরিচালকদের চিঠি পাঠানো হয়েছে।
আজ রবিবার চিঠিটি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৯/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়