এমপিওভুক্তির দাবিতে আইসিটি শিক্ষকদের মানববন্ধন

এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন করেছেন এনটিআরসিএ থেকে ২০১৬ সালে নিয়োগ পাওয়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) শিক্ষকরা। সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনে শিক্ষক ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন।

শিক্ষকরা বলেন, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ-এনটিআরসিএর সুপারিশ পেয়ে তারা বিভিন্ন প্রতিষ্ঠানে যোগ দেন। কিন্তু ছয় মাস ধরে নিয়মিত পাঠদান করে আসলেও তাদের এমপিওভুক্ত করা হচ্ছে না। এতে অর্থাভাবে পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে তাদের।

মানববন্ধনে বক্তব্য দেন, ২০১৬ সালের ছয়মাস কোর্সের আইসিটি পরিবারের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক হেপী ইয়াসমিন, কোষাধ্যক্ষ আবদুল কুদ্দুস, শিক্ষক প্রকাশ কান্তি, স্মৃতিময় বড়ূয়া. ফারুক হোসেন ও আবুল হোসেন সুমন।

বক্তরা বলেন, তাদের অনেকেই অন্য চাকরি করতেন। এনটিআরসিএর নিয়োগ পেয়ে সব ছেড়ে শিক্ষকতা করছেন তারা। কিন্তু এখানে আসার পরই বেতনহীন হয়ে পড়েছেন। বিষয়টি নিয়ে বহু দিন ধরে এনটিআরসিএ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর-মাউশি ও শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। তবে কোনো সমাধান মেলেনি। এজন্য বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন তারা। অবিলম্বে এমপিওভুক্ত করা না হলে এ মাসের শেষ দিকে কঠোর আন্দোলনের হুশিয়ারিও দেন তারা।