এবার লবণ আমদানির অনুমতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দেশে সংকট সৃষ্টি হতে পারে– এমন শঙ্কায় এবার লবণ আমদানির অনুমতি দিয়েছে সরকার।

মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

তিনি জানান, ২৬৪টি প্রতিষ্ঠানকে ১ লাখ মেট্রিক টন লবণ আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।তিনি আরও জানান, আগামী ডিসেম্বর থেকে ডিম, আলু ও পেঁয়াজের দাম কমে আসতে পারে। এর আগে, দাম নিয়ন্ত্রণে ডিম ও আলু আমদানির অনুমতি দেয় সরকার।

সম্প্রতি লবণ আমদানির জন্য বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনে (বিসিক) চিঠি দেয় লবণ মিল মালিক সমিতি। তবে লবণ চাষিরা বলছেন, মাঠ পর্যায়ে চাষি ও মজুতদারদের কাছে এবং মিলে বর্তমানে যে লবণ মজুত আছে, তাতে ডিসেম্বর পর্যন্ত চলবে। এর মধ্যে নভেম্বর থেকে শুরু হচ্ছে উৎপাদন। চাষিরা উৎপাদনের প্রস্তুতিও নিচ্ছেন। এ পরিস্থিতিতে আমদানির অনুমতি দিলে চাষিরা ক্ষতিগ্রস্ত হবেন, যা দীর্ঘ মেয়াদে এ শিল্পে নেতিবাচক প্রভাব ফেলবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/১১/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়