নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দেশে সংকট সৃষ্টি হতে পারে– এমন শঙ্কায় এবার লবণ আমদানির অনুমতি দিয়েছে সরকার।
মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।
তিনি জানান, ২৬৪টি প্রতিষ্ঠানকে ১ লাখ মেট্রিক টন লবণ আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।তিনি আরও জানান, আগামী ডিসেম্বর থেকে ডিম, আলু ও পেঁয়াজের দাম কমে আসতে পারে। এর আগে, দাম নিয়ন্ত্রণে ডিম ও আলু আমদানির অনুমতি দেয় সরকার।
সম্প্রতি লবণ আমদানির জন্য বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনে (বিসিক) চিঠি দেয় লবণ মিল মালিক সমিতি। তবে লবণ চাষিরা বলছেন, মাঠ পর্যায়ে চাষি ও মজুতদারদের কাছে এবং মিলে বর্তমানে যে লবণ মজুত আছে, তাতে ডিসেম্বর পর্যন্ত চলবে। এর মধ্যে নভেম্বর থেকে শুরু হচ্ছে উৎপাদন। চাষিরা উৎপাদনের প্রস্তুতিও নিচ্ছেন। এ পরিস্থিতিতে আমদানির অনুমতি দিলে চাষিরা ক্ষতিগ্রস্ত হবেন, যা দীর্ঘ মেয়াদে এ শিল্পে নেতিবাচক প্রভাব ফেলবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়