নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ধর্ষণের একটি মামলায় সহযোগিতার অভিযোগে অভিযুক্ত রাজধানীর মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফাওজিয়া রাশেদী পদত্যাগ করেছেন। ৩০ অক্টোবর তার অবসরে যাওয়ার কথা ছিল। কিন্তু তার অল্প কিছুদিন আগেই তিনি পদত্যাগ করলেন।
জানা গেছে, শনিবার (৭ অক্টোবর) কলেজের পরিচালনা কমিটির সভায় ফাওজিয়া রাশেদীর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। তার স্থলে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন শিক্ষা প্রতিষ্ঠানটির সিনিয়র শিক্ষক মিজানুর রহমান। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ফাওজিয়া রাশেদী গত ২১ সেপ্টেম্বর পদত্যাগপত্র দাখিল করেছিলেন।
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের এক সদস্যের বিরুদ্ধে শিক্ষাপ্রতিষ্ঠানটির এক ছাত্রীকে ফাঁদে ফেলে ধর্ষণের অভিযোগে মামলা হয়। সেই মামলায় অধ্যক্ষের বিরুদ্ধে অভিযুক্তকে সহায়তার অভিযোগ আনা হয়েছে।
এ ঘটনা আদালত পর্যন্ত গড়ানোর পর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির দাতা সদস্য খন্দকার মুশতাক আহমেদ পদত্যাগ করেছিলেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়