এনটিএ: দ্বিধাদ্বন্দ্বে স্বায়ত্তশাসিত পাঁচ বিশ্ববিদ্যালয়

ঢাকাঃ ন্যাশনাল টেস্টিং অথরিটি (এনটিএ)-এর অধীনে স্নাতকে একক ভর্তি পরীক্ষা ইস্যুতে দ্বিধাদ্বন্দ্বে দেশের স্বায়ত্তশাসিত ৫ বিশ্ববিদ্যালয়। উত্তীর্ণদের আরেকটি পরীক্ষা নিতে চায় বুয়েট। ঢাকা বিশ্ববিদ্যালয় চায় স্বচ্ছতা ও জবাবদিহিতা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চিন্তিত প্রক্রিয়াগত জটিলতা নিয়ে। আর সিদ্ধান্তহীন রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে ভর্তি প্রক্রিয়া এখনো নানা ভাগে বিভক্ত। কোনো কোনো প্রতিষ্ঠান নিজেদের মতো করে পরীক্ষা নেন। কেউ আবার গুচ্ছুভুক্ত। তাতেও আছে সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি, কৃষি, প্রকৌশল এমন বিষয়ভিত্তিক বিভাজন।

এই জটিলতা থেকে মুক্ত হতে চায় শিক্ষা মন্ত্রণালয়। যাতে আগামী বছর থেকে একটি একক ভর্তি নেয়া যায়। আর এই প্রক্রিয়া বাস্তবায়নে কাজ চলছে এনটিএ গঠনে।

শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি বলেন, একটি সমন্বিত পরীক্ষায় যাওয়ার ব্যাপারে সবারই ইতিবাচক সাড়া ছিল।

বুয়েট বলছে বহির্বিশ্বে এরকম একক পরীক্ষার পরও নামী বিশ্ববিদ্যালয়ে আরেক দফা পরীক্ষা নেবার নজির আছে। হয়তো সে পথেই হাঁটবে বিশ্ববিদ্যালয়টি।

বুয়েটের উপাচার্য ড. সত্যপ্রসাদ মজুমদার বলেন, আমাদের হয়তো ফাইনাল টেস্ট থাকবে। সেক্ষেত্রে আমরা মতামত দিতে পারি। তবে সেটি একাডেমিক কাউন্সিল সিদ্ধান্ত দেবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় বলছে, প্রক্রিয়াটি সময় ও শ্রম কমালেও স্বচ্ছ হবে কিনা সেটা আগে নিশ্চিত হতে হবে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ড. মো. আখতারুজ্জামান বলেন, এ ব্যাপারে আলোচনা চলছে। নীতিমালা প্রণয়ন করতে হবে। কৌশলাাদি নির্ধারণ করতে হবে, একটি কর্তৃপক্ষ গঠন করতে হবে। এসব করলে নিঃসন্দেহে এটি প্রশংসিত হবে।

জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় অবশ্য প্রক্রিয়াটির জটিলতা নিয়ে চিন্তিত। বিশ্ববিদ্যালয়টির প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, বিষয়টি একটু জটিল। গত বছরের গুচ্ছ ভর্তি পরীক্ষা ভাবেন, তাহলে বুঝতে পারবেন। এখনো শোনা যায় অনেক বিশ্ববিদ্যালয়ে অর্ধেক সিট ফাঁকা।

চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয় বলছে, আগে একাডেমিক কাউন্সিলে আলোচনা হবে। তারপরে সিদ্ধান্ত। এ ব্যাপারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য সুলতান উল ইসলাম বলেন, একাডেমিক কাউন্সিলে আমরা শিক্ষকমণ্ডলীদের এটা জানাব। তারা যে মতামত দেবেন, সেই তথ্য আমরা সরকার এবং ইউজিসিকে জানাব।

সরকারি-বেসরকারি মিলিয়ে দেশে বিশ্ববিদ্যালয় আছে শ’ দেড়েক।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৪/০৫/২০২৩      

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়