নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ সরকার ১৬ মন্ত্রণালয়-বিভাগের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থায় ২ হাজার ১৪৭টি পদের অনুমোদন দিয়েছে। এর মধ্যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) রাজস্ব খাতে অস্থায়ীভাবে ১২২টি পদ সৃজনের ভূতাপেক্ষ অনুমোদন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার প্রশাসনিক উন্নয়ন-সংক্রান্ত সচিব কমিটির সভায় এসব পদের অনুমোদন দেওয়া হয়। সভায় মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের সভাপতিত্বে অন্তত ১৫ জন সচিব ও সিনিয়র সচিব উপস্থিত ছিলেন।
জানা গেছে, ২০০৫ সালে জনপ্রশাসন মন্ত্রণালয় এনটিআরসিএর জন্য রাজস্ব খাতে ১৪৫টি পদের সম্মতি দেয়। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা এই জনবল কাঠামো অনুমোদন করেন; কিন্তু নিয়মানুযায়ী প্রশাসনিক উন্নয়ন-সংক্রান্ত সচিব কমিটির অনুমোদন নেওয়া হয়নি। গতকাল যাচাই-বাছাই শেষে ১২২টি পদের ভূতাপেক্ষ অনুমোদন দেয় সচিব কমিটি।
৬১ কলেজে ৮৮৪ পদ: জাতীয়করণ করা শিক্ষক-কর্মচারীদের আত্তীকরণের লক্ষ্যে ৬১টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৮৮৪টি পদ সৃষ্টির অনুমোদন দিয়েছে প্রশাসনিক উন্নয়ন-সংক্রান্ত সচিব কমিটি। এসব প্রতিষ্ঠান জাতীয়করণে আগে কর্মরত শিক্ষক-কর্মচারীদের আত্তীকরণ করতেই এ পদগুলো সৃজন করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের সম্মতির পরই সচিব কমিটির সভায় অনুমোদন মিলল। অর্থ বিভাগ এসব পদের বেতন স্কেলও নির্ধারণ করেছে।
বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন চারটি পদে সুপারনিউমারারি (পদের অতিরিক্ত) ৩৬৫টি পদের অনুমোদন দেওয়া হয়েছে। পদ না থাকলেও নির্বাচনের আগে পদোন্নতি দেওয়ার জন্য এসব পদ সৃষ্টি করা হয়েছে বলে মনে করছেন কর্মকর্তারা। এ ছাড়া ৬১টি কলেজে শিক্ষক-কর্মকর্তাসহ ৮৮৪টি পদ অনুমোদন পেয়েছে।
পুলিশের পদ সৃজনের সারসংক্ষেপে বলা হয়েছে, পুলিশ রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষার প্রধানতম বাহিনী, যা রাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত। নিত্যনতুন চ্যালেঞ্জ মোকাবিলা, পেশাদারিত্ব ও শৃঙ্খলা রক্ষায় তদারকি ও ব্যবস্থাপনায় এ বাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ। এই বাহিনীকে নেতৃত্ব প্রদানে পুলিশ সুপার থেকে তদূর্ধ্ব পদে পর্যাপ্ত সংখ্যক পদ এবং দক্ষ জনবল থাকা বাঞ্ছনীয়। বর্তমান কাঠামোয় পুলিশের পদোন্নতি দীর্ঘ সময়ের ব্যাপার। এ বিবেচনায় অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের (গ্রেড-২) ৩৪টি, উপপুলিশ মহাপরিদর্শকের ১৪০টি, অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শকের ১৫০টি এবং পুলিশ সুপারের ১৯০টি পদসহ মোট ৫২৯টি সুপারনিউমারারি পদ সৃজনে পুলিশ অধিদপ্তর প্রস্তাব দেয়।
এমন পরিপ্রেক্ষিতে ৫২৯টি সুপারনিউমারারি পদ অস্থায়ীভাবে রাজস্ব খাতে সৃজনের সম্মতির জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগকে অনুরোধ করা হয়।
জনপ্রশাসন ও অর্থ বিভাগ অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের (গ্রেড-২) প্রস্তাবিত ৩৪টি পদের স্থলে ১০টি, উপপুলিশ মহাপরিদর্শকের প্রস্তাবিত ১৪০টি পদের স্থলে ৬৫টি, অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শকের স্থলে ১৫০টি পদের পরিবর্তে ১৪০টি এবং পুলিশ সুপারের প্রস্তাবিত ১৯০টি পদের স্থলে ১৫০টি সুপারনিউমারারি পদ রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃজনে সম্মতি দেয়। দুই মন্ত্রণালয়ের সম্মতির পর গতকালের সভায় ৩৬৫টি পদ সৃজনের অনুমোদন দেয় প্রশাসনিক উন্নয়ন-সংক্রান্ত সচিব কমিটি। দ্রুততম সময়ের মধ্যে এসব পদে পদোন্নতি পাবেন পুলিশ কর্মকর্তারা।
দপ্তর-সংস্থায় পদ সৃজন : বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ (বানৌজা) আবু উবাইদার সাংগঠনিক কাঠামো গঠনের জন্য ১২৯টি পদ সৃজন করা হয়েছে। সেনাবাহিনীর সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীন একটি ব্রিগেড সিগন্যাল কোম্পানি গঠনের জন্য ১২০টি পদের অনুমোদন মিলেছে। সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের কাঠামোতে শেখ হাসিনা সেনানিবাসের জন্য একটি ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসারের শূন্য পদ সৃষ্টি করা হয়েছে। নৌপরিবহন অধিদপ্তরের ১৬টি অফিস সহায়ক পদ আউটসোর্সিংয়ের পরিবর্তে রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃষ্টির অনুমোদন মিলেছে। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের জন্য রাজস্ব খাতে ১৪১টি পদের ভূতাপেক্ষ অনুমোদন দেওয়া হয়েছে। প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের জন্য রাজস্ব খাতে অস্থায়ীভাবে সাতটি পদ সৃজন করা হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কাঠামোতে আরও ১৭টি ক্যাডার পদ সৃজন করা হয়েছে। ধান গবেষণা ইনস্টিটিউটের গোপালগঞ্জ ও সিরাজগঞ্জ আঞ্চলিক কার্যালয়ে রাজস্ব খাতে আরও ২০টি পদ সৃষ্টি করার অনুমোদন দিয়েছে সচিব কমিটি। এ ছাড়া গোপালগঞ্জে ধান গবেষণা ইনস্টিটিউটের একটি কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন করে সেখানে রাজস্ব খাতে ১০টি পদ সৃজনের অনুমোদন মিলেছে। ১০৫টি সহকারী জজ এবং ২৫৫টি সিনিয়র সহকারী জজ আদালতের জন্য সহায়ক কর্মচারী হিসেবে সাটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরের ৩৬০টি পদ সৃজনের অনুমোদন দেওয়া হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কাঠামোতে ১১টি ক্যাডার পদ এবং ২৬টি নন-ক্যাডার পদের অনুমোদন মিলেছে।
পদনাম পরিবর্তন: সভায় বেশ কয়েকটি দপ্তর সংস্থার দায়িত্বশীল কর্মকর্তাদের পদের নাম পরিবর্তনের অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কাঠামোতে বিদ্যমান টাইপিস্ট কাম ক্লার্কের পাঁচটি পদের পদনাম পরিবর্তন করে কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী করা হয়েছে। বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের ‘সচিব’ এবং মোংলা বন্দর কর্তৃপক্ষের ‘সচিব’ (বোর্ড ও জনসংযোগ) ও উপসচিব (বোর্ড ও জনসংযোগ) এবং পায়রা বন্দর কর্তৃপক্ষের ‘সচিব’ ও সহকারী সচিব (সমন্বয়) পদের নাম পরিবর্তন করে যথাক্রমে পরিচালক (বোর্ড), উপপরিচালক (জনসংযোগ) এবং সহকারী পরিচালক (সমন্বয়) করার অনুমোদন দিয়েছে সচিব কমিটি। জাতীয় নদী রক্ষা কমিশনের ‘সচিব’ পদনাম পরিবর্তন করে নির্বাহী পরিচালক করা হয়েছে। কবি নজরুল ইনস্টিটিউটের ‘সচিব’ পদনাম পরিবর্তন করে নির্বাহী পরিচালক করা হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৭/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়