এক বছরে দেশে ৫৩২ শিক্ষার্থীর আত্মহত্যা

সংবাদ সম্মেলনে আঁচল ফাউন্ডেশনের রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস ইউনিট

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ২০২২ সালের সর্বমোট ৫৩২ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। এরমধ্যে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী রয়েছেন ৪৪৬ জন ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীর সংখ্যা ৮৬ জন।

শুক্রবার (২৭ জানুয়ারি) ‘স্কুল ও কলেজ শিক্ষার্থীদের আত্মহত্যার প্রবণতা; সমাধান কোন পথে? শীর্ষক সমীক্ষা প্রকাশকালে এ তথ্য দিয়েছে আঁচল ফাউন্ডেশন।

আঁচল ফাউন্ডেশনের জরিপের তথ্য বলছে, ২০২১ সালের তুলনায় ২০২২ সালে বিশ্ববিদ্যালয়ে আত্মঘাতী শিক্ষার্থীদের সংখ্যা কিছুটা কমে এসেছে। জরিপে দেখা গেছে ২০২১ সালে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১০১ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। তবে ২০২০ সালে এই সংখ্যাটা ছিল ৭৯ জন।

এদিন সংবাদ সম্মেলনে আঁচল ফাউন্ডেশনের রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস ইউনিটের টিম লিডার ফারজানা আক্তার লাবনী গেল বছরের জরিপের তথ্য তুলে ধরেন।

তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, অনার্স পড়ুয়া ৩য় এবং ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার হার তুলনামূলক বেশি থাকে। ধারণা করা যায়, এ শিক্ষার্থীদের ক্যারিয়ার কেন্দ্রিক সামাজিক চাপ, ভবিষ্যত অনিশ্চয়তার কারণে তাদের মাঝে হতাশার ছাপ বেশি দেখা যায়।

শিক্ষার্থীদের অনেকে এই ধরনের বিষণ্ণতার মধ্যে দিয়ে কখনো না কখনো দিনযাপন করেন। তাদের অনেকেই জীবনের কোন না কোন সময়ে আত্মহত্যারও চেষ্টা করেছেন বা আত্মহত্যা করার কথা চিন্তা করেছেন।

জরিপ বলা হয়েছে, সারাদেশে ৪৪৬ জন স্কুল, কলেজ, এবং মাদ্রাসার শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। আর বিশ্ববিদ্যালয় পর্যায়ে এ বছর আত্মহত্যা করেছেন ৮৬ জন শিক্ষার্থী।

আত্মহত্যার পরিসংখ্যানে শিক্ষার্থীরা

দেশের পত্রপত্রিকা এবং অনলাইন পোর্টাল থেকে প্রাপ্ত হিসাব অনুযায়ী, ২০২২ সালে সর্বমোট স্কুল এবং কলেজ পর্যায়ের আত্মহত্যাকারী শিক্ষার্থীর সংখ্যা ৪৪৬ জন। এর মধ্যে স্কুল ও সমমান পর্যায়ের শিক্ষার্থী রয়েছেন ৩৪০ জন। কলেজ ও সমমান পর্যায়ে ১০৬ জন শিক্ষার্থী আত্মহননের পথ বেছে নিয়েছেন।

এদের মাঝে শুধু মাদ্রাসাগামী শিক্ষার্থী রয়েছেন ৫৪ জন। এদের মাঝে নারী শিক্ষার্থী ২৮৫ জন এবং পুরুষ শিক্ষার্থী ১৬১ জন।  এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অন্তত ৮৬ জন শিক্ষার্থী আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/২৭/২৩