নিউজ ডেস্ক।।
চলতি এইচএসসি (বিএমটি) ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষায় নকল করার দায়ে ১৪ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ সময় দায়িত্বে অবহেলার দায়ে প্রত্যাহার করা হয়েছে দুই শিক্ষককে। মঙ্গলবার রাজবাড়ীর পাংশা আইডিয়াল মহিলা কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
প্রত্যাহার হওয়া শিক্ষকরা হলেন- কলিমহর জহুরুন্নেছা কলেজের প্রভাষক স্বপন মণ্ডল ও পাংশা আইডিয়াল কলেজের প্রভাষক তাসনিমা খানম।
পাংশা আইডিয়াল কলেজের অধ্যক্ষ ও কেন্দ্রসচিব আব্দুল মান্নান জানান, পরীক্ষা চলাকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিদর্শনে এসে ১৪ পরীক্ষার্থীদের কাছে নকল সাদৃশ কাগজ পান। পরে তাদের বহিষ্কারের নির্দেশ দেন। একই সঙ্গে দায়িত্বরত দুই শিক্ষককে প্রত্যাহার করেন। বহিষ্কার ১৪ পরীক্ষার্থীর মধ্যে ছয়জন করে কালুখালী সরকারি কলেজ ও কসবামাজাইল আমজাদ হোসেন কলেজের এবং দুজন মাজবাড়ি অধ্যাপিকা জাহানরা বেগমের কলেজের।
পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাফর সাদিক চৌধুরী জানান, পাংশা আইডিয়াল মহিলা কলেজের এক কক্ষ থেকে ১১ জন এবং আরেকটি কক্ষ থেকে তিনজনের কাছে নকল পাওয়া যায়। যে কারণে তাদের বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২০/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়