এক উপজেলাতেই অর্ধেকের বেশি প্রাথমিকে নেই প্রধান শিক্ষক

শেরপুরঃ জেলার শ্রীবরদী উপজেলার ১০৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। অবসর, মৃত্যুজনিত ও সরাসরি নিয়োগ না থাকায় পদগুলো শূন্য রয়েছে। এসব বিদ্যালয়ে সহকারী শিক্ষকেরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালনের পাশাপাশি পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

প্রধান শিক্ষকেরা প্রশাসনিক কাজে ব্যস্ত থাকায় ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম। এ ছাড়াও উপজেলায় সহকারী শিক্ষকের ৯৮টি পদ শূন্য রয়েছে।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় ১৯৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। বিভিন্ন জটিলতার কারণে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের ১০৮টি পদ শূন্য রয়েছে। এর মধ্যে ৩০টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ নিয়ে মামলা রয়েছে। বিদ্যালয়গুলোতে ভারপ্রাপ্ত হিসেবে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন সহকারী শিক্ষকেরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষককে দাপ্তরিক ও সরকারের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে প্রায়ই শিক্ষা অফিসসহ উপজেলা সদরে যেতে হয়। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকেরা এসব কাজ করতে গেলে সহকারী শিক্ষকেরা ঠিকমতো শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম পরিচালনা করেন না। সব মিলিয়ে শিক্ষকসংকট থাকায় বিদ্যালয়গুলোতে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে করে ক্ষতিগ্রস্ত হচ্ছে খুদে শিক্ষার্থীরা।

সাতানী মথুরাদী দক্ষিণপাড়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নার্গিস আক্তার বলেন, প্রধান শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে শূন্য। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাতৃত্বকালীন ছুটিতে আছেন। বাকি তিনজন শিক্ষকের মধ্যে একজনকে দাপ্তরিক কাজের জন্য দৌড়ঝাঁপ করতে হয়। তাই দুজন শিক্ষকের পক্ষে পাঠদান করানো অসম্ভব হয়ে পড়েছে।

আবুয়ারপাড়া দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদুল আলম বলেন, বিদ্যালয়ে ছয়টি পদের বিপরীতে চারজন শিক্ষক রয়েছেন। কিন্তু প্রধান শিক্ষক হিসেবে দাপ্তরিক কাজে বাইরে গেলে তিনজন শিক্ষকের পক্ষে পাঠদান চালানো কঠিন হয়ে যায়।

এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ তৌফিকুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন ধরে নানা কারণে প্রধান শিক্ষকের পদগুলো শূন্য রয়েছে। তালিকা করে প্রস্তাব পাঠানো হয়েছে। আশা করছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সব জটিলতা কাটিয়ে দ্রুতই পদগুলো পূরণ করবে। তখন এ সংকট কেটে যাবে।’

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৪/০৯/২০২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়