নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ এ। আহত দুই শতাধিক। ক্ষতিগ্রস্ত তিনটি ভবন। হতাহতে সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিস্ফোরণের কারণ এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তবে, এটি দুর্ঘটনা না নাশকতা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থলে কাজ করছে সেনাবাহিনীর বম্ব ডিসপোজাল ইউনিট।
একে একে বের হয়ে যাচ্ছে অ্যাম্বুলেন্স। যাতে বহন করা হচ্ছে লাশ। নর্থ সাউথ রোডের সিদ্দিক বাজারের এই দৃশ্যই বলে দিচ্ছে ঘটনার ভয়াবহতা।
বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত পাশাপাশি তিনটি ভবন। ৫ নম্বর ভবনের নিচতলায় সেনিটারির দোকান। ২য় তলা থেকে পঞ্চম তলা পর্যন্ত বেসরকারি ব্রাক ব্যাংকের অফিস। ৬নম্বর ভবনের ২য় ও তয় তলায় সেনিটারির পাইকারি দোকান, ৩য় তলায় আফিস। ৪র্থ তলা থেকে সপ্তম তলায় আবাসিক। ক্ষতিগ্রস্ত ৭ নম্বর ভবনের নিচ তলায়ও ছিলো ব্যবসা প্রতিষ্ঠান।
মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে যখন বিস্ফোরণের ঘটনা ঘটে। তাৎক্ষণিক উদ্ধার কাজে নেমে পড়ে ফায়ার সার্ভিস। ধ্বংসস্তূপের ভেতর থেকে হতাহতদের বের করে আনতে বেশ বেগ পেতে হয় তাদের। তারপরও ১১টি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় ভবনগুলোর বিভিন্ন তলায় তল্লাশি চালানো হয়।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ড. মুহিত উদ্দিন খন্দকার এসব তথ্য জানান।
চট্টগ্রামের সীতাকুণ্ডে অক্সিজেন কারখানার পর রাজধানী ঢাকার সায়েন্স ল্যাবরেটরিতে বিস্ফোরণে হতাহতের ঘটনার দু’দিন পার না হতেই এবার ফুলবাড়িয়ায় এই বিস্ফোরণের ঘটনা ঘটলো।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৮/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়