শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ
স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে পা রেখেছেন ১৩ লাখ শিক্ষার্থী। গত রোববার একাদশ শ্রেণীর ক্লাস শুরু হয়েছে। কলেজের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে ফুল দিয়ে স্বাগত জানান শিক্ষকরা। নবীনবরণ ও বিভিন্ন আয়োজনে কলেজে নতুন শিক্ষার্থীদের গ্রহণ করে নিয়েছেন কলেজ কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের হাতে শোভা পেয়েছে নানা রঙের ও সুভাষের ফুল। কলেজে কলেজে ছড়িয়েছে ফুলের সৌরভ। সংশ্লিষ্টরা জানান, কলেজে ভর্তির বিজ্ঞপ্তিতে এ বছর আগেই জানিয়ে দেয়া হয়েছিল একাদশ শ্রেণীর ক্লাস শুরুর তারিখও। সেই মোতাবেক গত রোববার থেকে সারা দেশে একযোগে একাদশ শ্রেণীর ক্লাস শুরু হয়। এ বছর স্কুল বা মাদরাসার গণ্ডি পেরিয়ে কলেজে (আলিমসহ) ভর্তি হয়েছে ১৩ লাখ শিক্ষার্থী। তারা সবাই এখন কলেজের ক্লাস শুরু করেছে।
সূত্রমতে, দেশের সাত হাজার ৭০০-এর বেশি উচ্চমাধ্যমিক পর্যায়ের কলেজ ও মাদরাসায় প্রায় ১৩ লাখ শিক্ষার্থীর একাদশ শ্রেণীর ক্লাস শুরু হয়েছে। এসএসসি উত্তীর্ণ এ শিক্ষার্থীরা স্কুলজীবন পেরিয়ে কলেজজীবনে পদার্পণ করলেন। কলেজে-কলেজে উৎসবমুখর পরিবেশে নতুন শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়েছে। গতকাল রোববার বিভিন্ন কলেজের শিক্ষকরা জানান, প্রথম দিনে বেশির ভাগ কলেজেই ঘটা করে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আবার কোথাও অধ্যক্ষ ও সিনিয়র শিক্ষকরা শিক্ষার্থীদের কলেজের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন। কলেজগুলোতে ফুল-চকোলেট দিয়ে বরণ করে নেয়া হয় নতুন শিক্ষার্থীদের।
রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষকরা জানান, যেহেতু আগে থেকেই কলেজে ক্লাস শুরুর তারিখ নির্ধারণ করে দেয়া হয়েছিল, তাই আমরাও সেভাবেই শিক্ষার্থীদের বরণ করে নেয়ার জন্য প্রস্তুতি নিয়েছি। বিশেষ করে উপরের (দ্বাদশ) ক্লাসের শিক্ষার্থীরাই নতুন শিক্ষার্থীদের বরণ করে নেয়ার জন্য রঙিন কাগজ কেটে ও ফুল দিয়ে একাদশ শ্রেণীর জন্য নির্ধারিত ক্লাসরুম আকর্ষণীয়ভাবে সাজিয়ে রাখে। নতুন শিক্ষার্থীরা কলেজে প্রবেশের পরপরই তাদের হাতে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এরপর ক্লাসে গিয়ে শিক্ষকরা তাদের হাতে চকোলেট দিয়ে বরণ করেন। একই সাথে সিনিয়র শিক্ষকরা শিক্ষার্থীদের পথ চলার বিভিন্ন বিষয়ে উপদেশও দেন।
কলেজের প্রথম দিন শিক্ষার্থীদের কাছে অনেক আবেগের-অনুপ্রেরণার। শিক্ষার্থীরা কলেজের প্রথম দিনের কথা কখনো ভুলতে পারে না। তাই তাদের এই প্রথম দিনটিকে স্মরণীয় করে রাখতেই কলেজের উদ্যোগে এমন আয়োজন করা হয়।
ঢাকা জেলার আশুলিয়া থানার টাঙ্গাইল রেসিডেনসিয়াল কলেজের অধ্যক্ষ আবদুল লতিফ জানান, শিক্ষার্থীরা কলেজে যখন ভর্তি হয়, তখন তাদের মধ্যে অনেক আবেগ কাজ করে। একজন শিক্ষার্থী যদি প্রথম থেকেই ক্লাসে নিয়মিত এবং মনোযোগী হয় সে অবশ্যই ভালো ফলাফল করবে। তাই আমরা চেষ্টা করি শিক্ষার্থীদের নিবিড় পর্যবেক্ষণে রাখতে। তারই অংশ হিসেবেই কলেজের প্রথম দিনে আমরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শিক্ষার্থীদের বরণ করে নিয়েছি। আমরা চাই প্রতিটি শিক্ষার্থী সারা বছরই আমাদের পর্যবেক্ষণে থাকুক। তারা ভালোভাবে পড়াশোনা করে ভালো এসএসসির মতো এইচএসসিতে ভালো ফলাফল করুক।
কলেজের প্রথম দিনের অভিজ্ঞতা জানিয়ে তাহমীদ নামের এক শিক্ষার্থী জানান, স্কুলে আমরা একটি গণ্ডিতে পাঁচ বছর কাটিয়েছি। এখন একটি বড় পরিসরে কলেজে ভর্তি হয়েছি, এটা আমাদের শিক্ষাজীবনের মধ্যে একটি বড় পরিবর্তন। আজ শিক্ষকরা আমাদের যেভাবে বরণ করে নিয়েছেন, ভালোবাসা দেখিয়েছেন আমরাও শিক্ষকদের প্রতি আরো বেশি ভক্তি শ্রদ্ধা প্রদর্শন করে এবং ভালো ফলাফল করে এর প্রতিদান দেয়ার চেষ্টা করব। শিক্ষদের দেয়া এক একটি ফুল যেন কলেজের প্রথম দিনে আমাদের জন্য অনুপ্রেরণা।
এ দিকে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্রে জানা গেছে, চলতি বছর সাত হাজার ৭৪০টি কলেজ ও মাদরাসা উচ্চমাধ্যমিক পর্যায়ে একাদশ শ্রেণীতে ভর্তির সুযোগ দিয়েছে। তিন ধাপের আবেদন নিয়ে এসব প্রতিষ্ঠানে ১২ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছেন। তবে দেশের কলেজগুলোতে একাদশ শ্রেণীর লাখ লাখ আসন এখনো ফাঁকা আছে। আবার কিছু শিক্ষার্থী এখনো ভর্তির সুযোগ পাননি। তাই গতকাল রোববার থেকে সর্বশেষ বা চতুর্থ ধাপের আবেদন নেয়া হচ্ছে। গতকাল সোমবার রাত ১১টা পর্যন্ত এ আবেদন চলবে। আগামী বুধবার রাতে চতুর্থ বা শেষ ধাপের ফল প্রকাশ করা হবে। সূত্র জানায়, কলেজে ভর্তির আবেদন করেও এবার কলেজ পায়নি সাড়ে ১২ হাজার শিক্ষার্থী। এর মধ্যে জিপিএ ৫ পেয়েও কলেজে ভর্তি হতে পারেনি ৬৬২ জন শিক্ষার্থী।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়