একাদশে ভর্তিতে অতিরিক্ত ফি আদায়!

ভূঞাপুর লোকমান ফকির মহিলা কলেজ

টাঙ্গাইলঃ জেলার ভূঞাপুর লোকমান ফকির মহিলা ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ছাত্রী ভর্তিতে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ হাসান আলীর বিরুদ্ধে।

কলেজ সূত্রে জানা যায়, এ বছর একাদশ শ্রেণিতে ভর্তি প্রার্থীদের কলেজে ভর্তি হতে ফি নির্ধারণ করা হয় ৩ হাজার ৭০০ টাকা। যা নির্ধারণ করছেন অধ্যক্ষ এককভাবে। এতে করে ভর্তি হতে আসা শিক্ষার্থী ও অভিভাবকরা প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেছেন। তারা জানান, এই কলেজে নিত্তান্তই গরিব ঘরের মেয়েরা ভর্তি হতে আসে। আর তাদের ওপর অধ্যক্ষ চালায় স্বেচ্ছাচারিতা।

ঘাটান্দী গ্রামের অভিভাবক জাহাঙ্গীর হোসেন তার মেয়েকে বুধবার (২৭ সেপ্টেম্বর) ভর্তি করাতে আসেন, এসে অধ্যক্ষের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে যান। তিনি জানান, যেখানে শিক্ষা বোর্ড দেড় হাজার টাকা ভর্তি ফি নির্ধারণ করে দিয়েছে, যেখানে তার উপরে এক টাকাও বেশি নেওয়া যাবে না বলে উল্লেখ রয়েছে, সেখানে কেন ৩ হাজার ৭০০ টাকা দিতে হবে? তিনি উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে নালিশ করবেন জানালে অধ্যক্ষ উপজেলা শিক্ষা কর্মকর্তাকেও তোয়াক্কা করেন না বলে সাফ জানিয়ে দেন।

গোবিন্দাসী গ্রামের অভিভাবক হাকিম খন্দকারের সঙ্গেও ঘটে একই ঘটনা। অধ্যক্ষ তাকে জানিয়ে দেন, পারলে মেয়ে ভর্তি করান, না পারলে চলে যান। পরে তিনি মেয়ে ভর্তি না করিয়েই চলে যান।

এর আগের দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফরম পূরণেও অধ্যক্ষ এই একই কর্ম করেছিলেন। কিন্তু ওই সময় ছাত্রীদের আন্দোলনের ফলে তিনি অতিরিক্ত ফি আদায় করতে ব্যর্থ হন।

নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের একাধিক শিক্ষক বলেন, বর্তমান অধ্যক্ষ কলেজে আসার পর থেকেই এ দুর্নীতি করে চলেছেন। তার কোনো বিচার না হওয়ায় তিনি এখন কাউকেই তোয়াক্কা করছেন না। সম্প্রতি কলেজের চার লাখ টাকা মূল্যের বেশ কয়েকটি মেহগনি ও আকাশমনি গাছ বন বিভাগের অনুমতি এনে বিক্রি করে মাত্র চুয়ালিশ-পয়তাল্লিশ হাজার টাকা কলেজে জমা দিয়ে বাকি টাকা তিনি ও গভর্নিং বডির অন্য এক সদস্যসহ আত্মসাৎ করেন। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র থেকে প্রতি পরীক্ষায় শিক্ষার্থীদের নকল করতে দেওয়ার শর্তে জন প্রতি ৫০০-১০০০ টাকা চাঁদা তুলে তা দিব্যি হজম করে যাচ্ছেন।

ভর্তির অতিরিক্ত ফি আদায়ের ব্যাপরে কলেজ গভর্নিং বডির সভাপতি মশিউজ্জামান রোমেলকে অবহিত করা হলে তিনি জানান, অধ্যক্ষ কারো কথা মানছেন না। তিনি তার কাজে অপ্রতিরোধ্য হয়ে গেছেন। আমরা আগামী সভায় তার বিরুদ্ধের অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/১০/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়