নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ২০২৩-২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ক্লাস শুরু হচ্ছে আগামী রোববার। বৃহস্পতিবার কলেজে ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। তিন ধাপে আবেদন প্রক্রিয়া শেষে ভর্তি শুরু হয়েছিল গত ২৬ সেপ্টেম্বর।
আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ধাপে কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয় ১২ লাখ ৯০ হাজার শিক্ষার্থী। তিন ধাপে আবেদন শেষেও ১২ হাজার ৫৯৩ জন শিক্ষার্থী ভর্তির জন্য কোনো কলেজ পায়নি।
তাদের মধ্যে জিপিএ-৫ পাওয়া ৬৬২ জনও রয়েছে। উল্লেখ্য, এবার মাধ্যমিকের ফলাফলে পাস করেছে ১৬ লাখ ৪১ হাজার ১৪০ শিক্ষার্থী। তাদের মধ্যে মোট জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৫/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়