নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ২৯জন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বদলি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। তাদের বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন দিয়ে আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রবিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে প্রজ্ঞাপনগুলো জারি করা হয়।
জানা গেছে, বদলিকৃত কর্মকর্তাদের ২৮ জনকে ৭ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে বলা হয়েছে। আর একজন শিক্ষা কর্মকর্তাকে ৫ সেপ্টেম্বরের মধ্যে অবমুক্ত হতে বলা হয়েছে।
বদলিকৃত ২৯ শিক্ষা কর্মকর্তা তালিকা শিক্ষাবার্তা’র পাঠকদের জন্য তুলে ধরা হলোঃ-
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৭/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়