একযোগে কাস্টমসের ২৭০ কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক।।

কাস্টমসের এক্সাইজ ও ভ্যাট বিভাগের যুগ্ম কমিশনার ও সহকারী রাজস্ব কর্মকর্তা পদের ২৬৮ জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে একযোগে বিভিন্ন দপ্তরে বদলি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ ছাড়া দুজন যুগ্ম কমিশনারকেও বদলি করা হয়েছে বলে জানা গেছে।

এনবিআরের দ্বিতীয় সচিব মো. মাসুদ রানা স্বাক্ষরিত পৃথক তিনটি আদেশে এসব কর্মকর্তাকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, কুমিল্লা, যশোর ও বেনাপোলের কাস্টমসের বিভিন্ন দপ্তরে বদলি করা হয়েছে।

এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মুমেন গণমাধ্যমকে বলেন, দেশের রাজস্ব খাতে গতি আনতে এনবিআর থেকে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। বদলির আদেশে এই কর্মকর্তাদের ১৪ ও ১৭ সেপ্টেম্বরের মধ্যে কর্মস্থলে যোগ দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/০৯/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়