একমাস ধরে হ্যাকারদের দখলে ঢাকা কলেজের ফেসবুক পেজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ঢাকা কলেজের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাক হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে পেজটির প্রোফাইল ছবি পরিবর্তন হলে বিষয়টি সবার দৃষ্টিগোচর হয়।

ধারণা করা হচ্ছে, ভিয়েতনামের কোনো হ্যাকার ঢাকা কলেজের ভেরিফায়েড পেজটির নিয়ন্ত্রণ নিয়েছে। পেজটির প্রোফাইলের ছবি, কাভার ছবি, ইমেইল ও কলেজের ঠিকানা বদলে দিয়েছে হ্যাকার।

কলেজের ফেসবুক পেজ ও অনলাইন কার্যক্রমের তদারকির দায়িত্বে থাকা ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আবু সালেহ মো. মুজাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘কলেজের পেজ হ্যাক হয়েছে। আমরা পেজের নিয়ন্ত্রণ হারিয়েছি। এটি উদ্ধারে কাজ চলছে। ফেসবুক আপডেটের সুযোগ নিয়ে হ্যাকাররা এটি করেছে।’

এ বিষয়ে কলেজ অধ্যক্ষ মোহাম্মদ ইউসুফ বলেন, গত এক মাস আগে ফেসবুক হ্যাক হওয়ার বিষয়টি জানতে পেরেছি। পরে আমাদের আইটি সংশ্লিষ্টরা এ বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষকে নোটিশ করেছে। আমি ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, এসব সমস্যা সমাধানে মাসখানেক সময় প্রয়োজন হয়।

অধ্যক্ষ আরো বলেন, ফেসবুক কর্তৃপক্ষের নজরদারির কারণে এ পর্যন্ত হ্যাকাররা কোনো ধরনের পোস্ট করতে সক্ষম হয়নি। মঙ্গলবার তারা শুধু প্রোফাইলের ছবি পরিবর্তন করেছে। আশা করছি কিছু দিনের মধ্যেই পেজটি পুনরুদ্ধার করা যাবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৯/০৩/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়