চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. মো: ইসমাইল খান বলেছেন, ‘একজন শিক্ষক শুধুমাত্র শিক্ষকই নন, তিনি হলেন তার ছাত্রের জন্য একজন মেন্টর ও তার জীবনের জন্য চেঞ্জমেকার। শিক্ষার্থীর জীবনের গতিপথ নির্ধারণে শিক্ষকের ভূমিকা অনস্বীকার্য।’
আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষে চট্টগ্রাম ইন্ট্যারন্যাশনাল মেডিক্যাল কলেজ, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজ ও চট্টগ্রাম ইন্টারন্যাশনাল নার্সিং কলেজ আয়োজিত সেমিনার ও শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা অনুষ্ঠানে কি-নোট স্পিকার ও প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘বর্তমানে শিক্ষকদেরও যুগের সাথে খাপ খাইয়ে ব্যক্তিগত, প্রযুক্তিগত ও কমিউনিকেশনে দক্ষতায় নিজেদের শাণিত করতে হবে। মার্ক টুয়েনের মতে, তুমি কাজকে যদি খেলায় পরিণত করতে পার তবে সেটা আর কাজ বা বোঝা মনে হবে না। শিক্ষদেরকেও তাদের পাঠদান ও প্রশাসনিক কাজকে আনন্দময় করতে হবে। টিচিং মেথডোলজির মাধ্যমে নিজেদের শিক্ষকতা পেশার উন্নয়ন ঘটাতে হবে।’
চট্টগ্রাম ইন্ট্যারন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো: টিপু সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডেভেলপমেন্ট ফর অ্যাডুকেশন সোসাইটি অ্যান্ড হেলথের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. ক্বাজী দীন মোহাম্মদ, চট্টগ্রাম ইন্ট্যারন্যাশনাল মেডিক্যাল কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান ও ইসি কমিটির সদস্য অধ্যাপক মো: নুরুন্নবী, মেডিক্যাল অ্যাডুকেশন ও রিসার্চের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো: আমির হোসেন, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজের অধ্যক্ষ ও ইসি কমিটির সেক্রেটারি অধ্যাপক ডা. মো: মুসলিম উদ্দিন, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল নার্সিং কলেজের অধ্যক্ষ মিসেস রুবি দত্ত।
মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা: মেহেরুন্নিছা খানম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
সেমিনারে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো: শেরানকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা স্মারক ও সার্টিফিকেট তুলে দেন চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. মো: ইসমাইল খান।
ডা. মো: শেরান ডিরেক্টরেট জেনারেল ফর মেডিক্যাল অ্যাডুকেশন (ডিজিএমই) পরিচালিত মেডিক্যাল ছাত্রছাত্রীদের মূল্যায়নে বেসরকারি মেডিক্যাল কলেজে দ্বিতীয় ও সরকারি-বেসরকারি সম্মিলিত শ্রেষ্ঠ শিক্ষক তালিকায় পঞ্চম স্থান অধিকার করেছেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৬/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়