নিজস্ব প্রতিবেদক, বরগুনাঃ জেলার পাথরঘাটায় কেকে আজিজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম গোলাম হায়দারের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।
এ ঘটনায় বিদ্যালয়ের দাতা সদস্য আবদুল মান্নান হাওলাদারের ছেলে মো. গোলাম কিবরিয়া লিটন বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবরে সম্প্রতি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগকারী গোলাম কিবরিয়া লিটন বলেন, প্রধান শিক্ষক গোলাম হায়দার তার অনিয়ম-দুর্নীতি আড়াল করতে সাবেক সভাপতি আ. রহমান মুন্সিকে ১২ বছর ও তার একমাত্র ছেলে মো. হাসিবুর রহমানকে বর্তমান ব্যবস্থাপনা কমিটির সভাপতি করেছেন।
অভিযোগ প্রসঙ্গে প্রধান শিক্ষক এসএম গোলাম হায়দার অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের পারিবারিক দ্বন্দ্বের কারণে ওই সব অভিযোগ করা হয়েছে। এ অভিযোগের কোনো ভিত্তি নেই।
এ ব্যাপারে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুফল চন্দ্র গোলদার বলেন, এ ঘটনার লিখিত অভিযোগ তদন্তাধীন রয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৪/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়