বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের একই সাথে দুটি পদে চাকরি না করার বিধান থাকলেও সেটি মানা হচ্ছে না। বিষয়টি নিয়ে জেলা প্রশাসকদের সম্মেলনে আলোচনাও হয়েছে। এমপিওভুক্ত শিক্ষকদের রাজনীতি সাংবাদিকতা বন্ধের সুপারিশ করা হয়েছে। এ বিষয়ে মন্ত্রণালয় থেকে নির্দেশনা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)
এক সাক্ষাৎকারে এসব কথা বলেন মাউশি মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ।
মাউশি পরিচালক জানান, শিক্ষকদের কেবল শিক্ষকতা পেশার মধ্যেই থাকা উচিত। তারা যখন রাজনীতি কিংবা অন্য কোনো পেশার সাথে সম্পৃক্ত থাকেন তখন তাদের জন্য পাঠদান কষ্টকর হয়ে যায়। শিক্ষার্থীরা শিক্ষকের কাছ থেকে প্রয়োজনীয় শিক্ষা গ্রহণ করতে পারেন না।
অধ্যাপক নেহাল আহমেদ জানান, এমপিও নীতিমালায় শিক্ষকদের একই সাথে দুটি পেশার সাথে সম্পৃক্ত থাকা যাবে না বলে বলা হয়েছে। তবে নীতিমালার বাস্তবায়ন নেই। আমাদের কাছে অনেক অভিযোগ আসে। আমরা অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করি। এরপর অজানা কারণে সুপারিশের বাস্তবায়ন হতে দেখা যায় না।
মাউশি ডিজি আরও বলেন, ডিসি সম্মেলনে যে প্রস্তাবনা এসেছে তাতে মন্ত্রণালয় সায় রয়েছে। মন্ত্রণালয় থেকে এ বিষয়ে কোনো প্রজ্ঞাপন জারি করা হলে কিংবা শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমাদের নির্দেশনা দেওয়া হলে আমরা ব্যবস্থা নিতে পারবো। নির্দেশনা না পাওয়া পর্যন্ত এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হবে না।