একই দেশের শিক্ষা এমপিও-ননএমপিও এবং সরকারি কাম্য হতে পারে না

জাতীয় যুবসংহতির সভাপতি অ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেল

ঢাকাঃ জাতীয় পার্টি-জেপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও জাতীয় যুবসংহতির সভাপতি অ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেল বলেছেন, শিক্ষা মানুষের মৌলিক অধিকার। বৈষম্যহীন শিক্ষা সংবিধানের অঙ্গীকার। দেশকে এগিয়ে নিতে চতুর্থ বিপ্লবের প্রয়োজন, এই চ্যালেঞ্জ মোকাবেলায় মানবসম্পদ উন্নয়ন সবচেয়ে জরুরি। শিক্ষার মানোন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে। ‘শিক্ষা দিবস-২০২৩’ উপলক্ষে রবিবার রাজধানীর কাকরাইলে জাতীয় যুবসংহতির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।

অ্যাডভোকেট রুবেল বলেন, শিক্ষার মত মৌলিক বিষয় নিয়ে আমাদের দেশে ব্যাপক অস্থিরতা লক্ষণীয়। একই দেশে এমপিওভুক্ত, ননএমপিওভুক্ত এবং সরকারি শিক্ষাব্যবস্থ্যা পরিচালিত হচ্ছে। যা শিক্ষাক্ষেত্রে কখনো কাম্য হতে পারে না। চতুর্থ শিল্প বিপ্লবের এদিনে শিক্ষার্থীদের তৈরি করতে শিক্ষকদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। কারণ আদর্শ মানুষ গড়তে আদর্শ শিক্ষকের বিকল্প নেই। আর শিক্ষকরাই মোমবাতির মতো নিজে পুড়ে অন্যকে শিক্ষার আলো দান করেন। সেই শিক্ষা মানুষের দায়িত্ববোধকে জাগ্রত করে, অধিকার ও কর্তব্য সম্পর্কে সজাগ করে এবং মানুষের মধ্যে ঘুমন্ত মানবতাকে জাগ্রত করে। আর পেশাগত দায়িত্ববোধ, মেধা, প্রজ্ঞা ও জ্ঞান দক্ষতায় পরিপূর্ণ শিক্ষক হচ্ছেন দেশ-জাতির অনন্য মানবসম্পদ। আর এই মানবসম্পদ দেশের তরুণ প্রজন্মকে দক্ষ-যোগ্য করে গড়ে তুলতে ভূমিকা রাখে।

জাতীয় যুবসংহতির সাধারণ সম্পাদক মাহফুজ আলমের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সংগঠনের সহসভাপতি মনজুর এলাহী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ নাজমুল হুদা, যুগ্ম সাধারণ সম্পাদক তানজিন হোসেন প্রমুখ।

শিক্ষা দিবস উপলক্ষে রাজধানীর মতিঝিলে একটি রেস্তোরায় ‘অভিভাবক ঐক্য ফোরাম’ আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, শিক্ষায় বৈষম্য দূর করতে হবে। দেশে ১২ ধারার শিক্ষা ব্যবস্থা চালু আছে। এসএসসি বা সমমানের পরীক্ষা ১২ রকমে দেওয়া হয়। এসব ধারা থেকে পাওয়া সনদেরও রয়েছে মানের তারতম্য। কোনো মাধ্যমেই সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। এতে শিক্ষার্থীদের মধ্যে বৈষম্য বাড়ছে।

ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলুর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা মো. আতিকুর রহমান, আলহাজ্ব মো. সেলিম উদ্দিন, আলহাজ্ব ফাহিম উদ্দিন আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রাজ্জাক, আলহাজ্ব মো. রোস্তম আলী, শওকত-উল-আলম শওকত প্রমুখ।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৮/০৯/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়