রংপুরঃ জেলার মিঠাপুকুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একই কর্মস্থলে প্রায় এক যুগ ধরে বহাল তবিয়তে রয়েছেন। এতে করে সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ সবার সাথে তিনি গড়ে তুলেছেন বিশেষ সখ্যতা।
জানা গেছে, ২০১০ সালে জাহিদুল ইসলাম মিঠাপুকুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকেই তিনি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, কর্মচারীসহ অনেকের সাথে বিভিন্ন দুর্নীতি ও অনিয়মে জড়িয়ে পড়েন। অধিকাংশ উন্নয়ন মূলক প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। শিক্ষক-কর্মচারীদের বেতন ভাতা প্রদান, প্রতিষ্ঠানের কমিটি গঠন, ছাত্রছাত্রীদের উপবৃত্তি প্রদান, প্রতিষ্ঠান প্রধান ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগে দুর্নীতি ও অনিয়মের আশ্রয় নিয়ে থাকেন তিনি।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক এলাকাবাসী জানান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কমর্কতা জাহিদুল ইসলাম তার শক্ত খুঁটির জোরে প্রায় এক যুগ ধরে একই কর্মস্থলে বহাল তবিয়তে রয়েছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান যোগাযোগ করা হলে তিনি বলেন, একজন সরকারি কর্মকর্তার একই কর্মস্থলে তিন বছরের বেশি থাকার কোনো বিধান নেই।
রংপুর জেলা প্রশাসক বলেন, তিন বছরের বেশি সময় থাকার কোনো সরকারি বিধান নেই।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আমার যোগদানের তারিখ মনে নেই। নেমপ্লেটও লেখা হয়নি। তবে আমি কয়েকদিনের জন্য বদলি হয়েছিলাম, কর্তৃপক্ষ আমাকে আবার এখানে পোস্টিং দিয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়