যশোরঃ জেলার শার্শায় এইচএসসি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নাহিদ হোসেন (২০) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় নাহিদের মোটরসাইকেলে থাকা সাহিদ হোসেন (১৯) নামের অপর শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার তেবাড়িয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তারা দুজনই কাশিপুর কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।
নাহিদ হোসেন কাশিপুর গ্রামের গোলাম রাব্বানীর ছেলে এবং সাহিদ হোসেন শিববাস গ্রামের বিপুল হোসেনের ছেলে।
জানা যায়, সকালে নাহিদ ও সাহিদ এইচএসসি পরীক্ষা দেওয়ার জন্য একসঙ্গে মোটরসাইকেলযোগে বের হয়। পরীক্ষা দিয়ে তারা একইসঙ্গে মোটরসাইকেলযোগে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে তেবাড়িয়া নামক স্থানে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি প্রাচীরে ধাক্কা খায়। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক নাহিদ হোসেনকে মৃত ঘোষণা করেন। আর আহত সাহিদকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।
শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক লক্ষিনদার বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই নাহিদ হোসেন মারা গেছেন। সাহিদ হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়