ঋণ পরিশোধ করতে না পেরে যুবকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ রাজধানীর হাজারীবাগের একটি বাসায় সম্রাট (২২) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। ঋণগ্রস্ত হওয়ায় নিজের ওপর জেদ করে তিনি এই ঘটনা ঘটিয়েছেন বলে দাবি পরিবারের।

বুধবার (২৯ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মদনপুর গণক বাড়ি এলাকার আবুল কাশেমের ছেলে সম্রাট। ৫ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ও পরিবার নিয়ে হাজারিবাগের কাজীরবাগ এলাকায় ভাড়া থাকতেন।

হাসপাতালে তার মা রোকেয়া বেগম জানান, সম্রাট কিছুদিন আগে দেড় লাখ টাকা ঋণ করে মোবাইলের সরঞ্জামের ব্যবসা শুরু করেন। তবে তার ব্যবসায় লস হয়। এরপর থেকে তেমন কিছুই করতেন না।

তিনি জানান, সকালে পাওনাদাররা তাকে ফোন করে তাগাদা করেন। এরপর তিনি নিজের ওপর জেদ করে বেল সাড়ে ১২টার দিকে রুমের দরজা বন্ধ করে দেন। অনেক ডাকাডাকি করেও দরজা না খোলায় এক পর্যায়ে জানালা দিয়ে দেখেন, ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলছেন সম্রাট। তাকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে যাওয়া হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৯/০৩/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়