সিরাজগঞ্জঃ জেলার উল্লাপাড়া মন্ত্রাণালয়ের ক্ষুদ্র মেরামতের অর্থ নয়-ছয় করে উপজেলার রুদ্রগাঁতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে।
মানহীন রড, সিমেন্ট, ইটের খোয়া, ইট, বালু ব্যবহার করে চুপিসারে এই নির্মাণ কাজ করছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। প্রকল্পের কাজ বিষয়ে জানেন না এস, এম, সি কমিটির সভাপতি ও অন্য সদস্যরা।
ঐ বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য আনোয়ার হোসেন, এলাকার বাচ্চু মিয়া ও শরিফুল ইসলাম জানান, প্রধান শিক্ষক মোছা: সামসাদ খাতুন বিদ্যালয়ে যোগদানের পর থেকেই লেখাপড়া ও বিদ্যালয় পরিচালনা ব্যাহত হচ্ছে। কমিটির সদস্যদের কোনকিছু না জানিয়েই করছেন যে কোন কাজ। ভেঙে পড়ছে বিদ্যালয়ের শিক্ষা কাঠামো।
কমিটির সভাপতি মো. আবু সাঈদ জানান, এই উন্নয়ন কর্মকান্ড সম্পর্কে আমাকে কোনকিছু জানানো হয়নি। তবে খুবই নিম্নমানের নির্মাণসামগ্রীতে প্রাচীর নির্মাণ করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
প্রধান শিক্ষিকা বলেন, বর্তমানে দাম বেশি হওয়ায় তুলনামূলক একটু নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়েছে। অব্যবহৃতগুলো ফেরত দেওয়া হয়েছে। নিয়ম মেনেই সবকিছু করা হচ্ছে।
উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান খান জানান, অভিযোগ পেয়ে বিদ্যালয়ে গিয়ে নিম্নমানের নির্মাণসামগ্রী পরিবর্তন করতে বলা হয়েছে।
তিনি জানান, কমিটি ছাড়া বিদ্যালয়ে কোন ধরনের উন্নয়ন সম্ভব নয়। উপজেলা প্রকৌশলী মো. সায়েম জানান, উন্নয়ন প্রকল্পের নকশার ডিজাইন উপজেলা প্রকৌশল অফিস করে । অর্থ ও দেখভাল করে শিক্ষা অধিদপ্তর।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৫/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়