সিরাজগঞ্জঃ শ্রেণিকক্ষে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে চরভাটবেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মালেকের বিরুদ্ধে। ছাত্রীদের বিভিন্নভাবে নিপীড়ন এবং কুরুচিপূর্ণ মন্তব্যসহ একাধিকবার এই শিক্ষকের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ উঠলেও কোনো ধরনের ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট দপ্তর।
বৃহস্পতিবার আবারো এমন ঘটনা ঘটেছে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়নের ওই বিদ্যালয়ে। এ ঘটনায় ছাত্রী, অভিভাবকসহ এলাকাবাসী দফায় দফায় বিক্ষোভ মিছিল করেছে বিদ্যালয় অঙ্গনে। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের বিদ্যালয়ে পাঠাতে চিন্তিত হয়ে পড়েছেন অভিভাবকরা।
অভিভাবক রেজাউল করিম বলেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মালেকের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ রয়েছে। তিনি শিক্ষক নামের কলঙ্ক।
গ্রামের হীরা, বাবু ও শিহাব উদ্দিন জানান, এই ঘটনার পর ওই শিক্ষকের বিরুদ্ধে কঠিন শাস্তি দাবি করে স্কুল চত্বরে বিক্ষোভ মিছিল করেছে গ্রামবাসী। ইতিপূর্বেও এই শিক্ষকের বিরুদ্ধে ২ বার এই ধরনের অভিযোগ উঠেছিল।
উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান খানের কাছে বিচার চাইলেও তারা বিচার পায়নি।
স্কুলের সহকারী শিক্ষক আব্দুল খালেক ও আয়শা খাতুন জানান, শিক্ষক আব্দুল মালেকের এই ধরনের আচরণের কারণে বিদ্যালয়ে শিক্ষার্থী সংকট হয়ে পড়েছে।মাঝে-মধ্যেই তার বিরুদ্ধে মেয়ে শিক্ষার্থীরা যৌন নিপীড়নের অভিযোগ করে থাকে। আমরা অনেকবার প্রধান শিক্ষক ও কর্তৃপক্ষকে এই বিষয়ে অবহিত করেছি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন দুলাল এই বলেন, অভিভাবকদের কাছ থেকে সহকারী শিক্ষক মালেকের বিরুদ্ধে বার বার এই ধরনের অভিযোগ পাচ্ছি।
উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান খান মহোদয়কে ঘটনাটি অবহিত করা হয়েছে। এই শিক্ষককে নিয়ে আমরা চরম বিপদে আছি।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. ছাইদুর রহমান বলেন, শিক্ষক মালেক গত কয়েক বছর আগে বিয়ে করেন। পরে বউ তাকে তালাক দিয়ে চলে যায়। তারপর থেকেই এই সমস্যা দেখা যাচ্ছে।
উল্লাপাড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ছানোয়ার হোসেন বলেন, বিষয়টি তদন্ত করে সত্যতা পেলে দ্রুততম সময়ের মধ্যে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৭/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়