উপবৃত্তি আত্মসাৎ করলেন শিক্ষক

জামালপুরঃ জেলার মাদারগঞ্জে বিনোদটঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে দরিদ্র শিক্ষার্থীর উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। মেয়ে উপবৃত্তির টাকা না পাওয়ায় একজন অভিভাবক উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ করেছেন। দিনমজুর এই অভিভাবক জানান, তার মেয়ে বিনোদটঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। হাজিরা খাতায় তার রোল ২। প্রাক-প্রাথমিকে ভর্তির পর থেকেই তিনি মেয়ের উপবৃত্তির টাকা পাচ্ছেন না। চলতি বছর জানুয়ারি-জুন মাসের উপবৃত্তির টাকা না পাওয়ায় সন্দেহ হলে তিনি বিদ্যালয়ে যান। সেখানে তৃতীয় শ্রেণির উপবৃত্তির তালিকায় মেয়ের নাম থাকলেও নগদ অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে অন্যজনের।

সেই নাম্বারটি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাহিদা আক্তারের মেয়ে অথবা মেয়ে জামাইয়ের বলে তিনি নিশ্চিত হয়েছেন। তিনি আরও জানান, অভিযোগের পর বৃহস্পতিবার শিক্ষিকা নাহিদা আক্তার উপবৃত্তির টাকা দেওয়ার জন্য তার বাড়িতে এসেছিলেন। কিন্তু তিনি নগদ অ্যাকাউন্টের মাধ্যমে পাঠানো উপবৃত্তির টাকা শিক্ষিকার হাত থেকে গ্রহণ করেননি। তিনি বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

জানতে চাইলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাহিদা আক্তার উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ অস্বীকার করে জানান, শরিফার জন্ম নিবন্ধন কার্ড জমা না দেওয়ায় উপবৃত্তির তালিকায় তার নাম ওঠেনি।

অভিভাবকের বাড়িতে উপবৃত্তির টাকা দিতে যাওয়ার বিষয়ে জানতে চাইলে শুক্রবার নাহিদা আক্তারের মোবাইল নাম্বারে পুনরায় ফোন দিলে তিনি রিসিভ করেননি।

উপজেলা একাডেমিক সুপারভাইজার শফিকুল হায়দার জানান, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১১/১১/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়