উদ্বিগ্ন অভিভাবক, শিক্ষার মান নিয়ে ‘সংশয়’

শিক্ষাবার্তা ডেস্ক।।

চলতি বছর প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে পড়াশোনা চলছে নতুন শিক্ষাক্রমে। এসব শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকরা বলছেন, তাদের সন্তানরা স্কুলে যাচ্ছে, আসছে। কিছুই পড়ছে-লিখছে না। হোমওয়ার্ক, প্রাইভেট-টিউশনিও চাইছে না। শিক্ষার্থীরা স্কুলে যা শিখছে, বাড়িতে এসে যা করছে তা কোনো ‘পড়াশোনা নয়’ বলে মনে করছেন তারা। এজন্য নতুন এ শিক্ষাক্রম বাতিলের দাবিও জানাচ্ছেন অভিভাবকরা। প্রয়োজনে আন্দোলনে নামার বা আইনি লড়াইয়ের জন্য ফেসবুকে গ্রুপ খুলে ঐক্যবদ্ধ হচ্ছেন তারা।

রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেণির শিক্ষার্থী অনন্য। চলতি বছর থেকে নতুন শিক্ষাক্রমে পড়াশোনা করছে অনন্য। ছুটিতে তাকে এলাকার মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার নেওয়ার কাজ দেন শিক্ষক।এলাকায় মুক্তিযোদ্ধা না পাওয়ায় হতাশায় পরিচিত জনের মুখোমুখি হন এবং সমাধানের চেষ্টা করেন।ছেলের পড়াশোনা নিয়ে উদ্বিগ্ন মা।

অনণ্যের মা বলেন, ‘সব নম্বর দেবেন শিক্ষকরা। বাচ্চারা পড়বেও না, লিখবেও না। আমার ছেলে বাসায় এসে পড়ার টেবিলে বসছে না। একাজ-সেকাজ নিয়ে ব্যস্ত। পড়ার কথা বললেই বলে- যা করছি, তা দেখে স্যাররা নম্বর দেবেন। এটা কেমন কথা? বাচ্চারা পড়বে না, লিখবে না- এ কেমন পদ্ধতি? একেবারেই পরীক্ষা বাতিল করাটা মোটেও উচিত হয়নি। এটা বিবেচনা করতে শিক্ষামন্ত্রীসহ যথাযথ কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি।’

নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থী কোন বিষয়ে ভালো করছে, কোন বিষয়ে খারাপ করছে তা জানার সুযোগ নেই। এটাকে শিক্ষার্থীর শিক্ষাজীবন নিয়ে অভিভাবকদের অন্ধকারে রাখা বলে মনে করেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির এক ছাত্রীর বাবা মো. শাহ আলম খান।

অভিভাবকদের সচেতনতায় কিছু কার্যক্রম হাতে নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, ‘ভয়ের কিছু নেই। অভিভাবকদের বলবো, আপনারা সচেতন হোন। কিছু জানার থাকলে প্রশিক্ষণ নেওয়া শিক্ষকদের কাছে জিজ্ঞাসা করুন। তিনি আপনাদের (অভিভাবক) বোঝাতে সক্ষম হবেন। আর এটা প্রথম বাংলাদেশে চালু হচ্ছে এমনটিও নয়। বিশ্বের উন্নত বিভিন্ন দেশে এ ধরনের শিক্ষাক্রম রয়েছে। তাই উদ্বেগের কিছু নেই।’

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১১/০৯/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়