উইলিয়ামসনের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের সংগ্রহ ২৯১

কেন উইলিয়ামসনের দুর্দান্ত ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে ২৯২ রানের লক্ষ্য দিল নিউজিল্যান্ড। শনিবার ওল্ড ট্রাফোর্ডে দিনের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ।

মাত্র ৭ রানে দুই উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে যায় কিউইরা। সেখান থেকে উইলিয়ামস-টেলর জুটি শক্ত অবস্থানে নিয়ে যায় নিউজিল্যান্ডকে। অবশ্য দলীয় ১৬৭ রানে টেলর আউট হয়ে যান। ৯৫ বল থেকে ৬৯ রান করেন তিনি।

টেলর ফিরে গেলেও লড়াই চালিয়ে যান উইলিয়ামসন। তার একক প্রচেষ্টায় লড়াই করার মতো পুঁজি পায় নিউজিল্যান্ড। ১৫৪ বল থেকে ১৪টি চার ও একটি ছক্কার মারে ১৪৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন উইলিয়ামসন। অন্য ব্যাটসম্যানদের মধ্যে জিমি নিশামের ২৮ রানই ছিল সর্বোচ্চ। শেষ পর্যন্ত নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ২৯১ রান করে নিউজিল্যান্ড।

প্রথম পাঁচ ম্যাচের চারটিতে জয় পায় নিউজিল্যান্ড। একটি ম্যাচ পরিত্যক্ত হয়। তাই ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তাদের অবস্থান দ্বিতীয় স্থানে। অপরদিকে সমান ম্যাচে তিন পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ।