নিউজ ডেস্ক।।
ঈদুল ফিতর কেন্দ্র করে এবার ২৮৩টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ৩৭৬ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত এক হাজার ৫০০ জন। নিহত যাত্রীদের মধ্যে ৩৮ নারী ও ৫১ শিশু রয়েছে। গত ২৫ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত এসব দুর্ঘটনা সংঘটিত হয়।
বৃহস্পতিবার সকালে দুর্ঘটনা নিয়ে কাজ করা বেসরকারি সংগঠন রোড সেফটি ফাউন্ডেশন এ তথ্য জানিয়েছে।
রোড সেফটির বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ৯টি জাতীয় দৈনিক, সাতটি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেকট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।