ঈদে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৭৬

নিউজ ডেস্ক।।

ঈদুল ফিতর কেন্দ্র করে এবার ২৮৩টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ৩৭৬ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত এক হাজার ৫০০ জন। নিহত যাত্রীদের মধ্যে ৩৮ নারী ও ৫১ শিশু রয়েছে। গত ২৫ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত এসব দুর্ঘটনা সংঘটিত হয়।

বৃহস্পতিবার সকালে দুর্ঘটনা নিয়ে কাজ করা বেসরকারি সংগঠন রোড সেফটি ফাউন্ডেশন এ তথ্য জানিয়েছে।

রোড সেফটির বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ৯টি জাতীয় দৈনিক, সাতটি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেকট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।