ইসরাইল থেকে রাষ্ট্রদূতদের প্রত্যাহার করেছে ৯ দেশ

ঢাকাঃ ইসরাইলে নিযুক্ত নিজেদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছে ৯টি দেশ। এই তালিকায় সর্বশেষ যুক্ত হয়েছে দুটি দেশ।

মোট নয়টি দেশ হলো- বাহরাইন, বলিভিয়া, চাদ, চিলি, কলাম্বিয়া, হন্ডুরাস, জর্ডান, দক্ষিণ আফ্রিকা ও তুরস্ক। এর মধ্যে ইসরাইলের সঙ্গে সব রকম কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে বলিভিয়া। এ খবর দিয়েছে আল জাজিরা।

শিশুদের জন্য গাজা কবরস্থানে পরিণত হচ্ছে। ইসরাইলের আকাশ থেকে বোমা হামলা আরও তীব্র হওয়ার পর এ সতর্কবার্তা উচ্চারণ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরাঁ। তিনি বলেছেন, প্রতিটি ঘণ্টায় মানবিক যুদ্ধবিরতি অতি জরুরি হয়ে পড়েছে। এক যৌথ বিবৃতিতে জাতিসংঘের এজেন্সিগুলো গাজা ও ইসরাইলে বেসামরিক লোকজন হত্যাকে ভয়াবহ বলে উল্লেখ করেছে। ইসরাইল এবং ফিলিস্তিনি সশস্ত্র গ্রুপগুলোর বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা দেয়ার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ।

ওদিকে ৭ই অক্টোবর থেকে গাজায় নিহতের সংখ্যা ১০,০০০ ছাড়িয়ে গেছে। এ সংখ্যা এখন কমপক্ষে ১০,০২২। এর মধ্যে কমপক্ষে ৪,১০৪টি শিশু আছে। বেসামরিক লোকজনকে টার্গেট না করে যোদ্ধাগোষ্ঠী হামাসকে টার্গেট করে হামলা চালানোর কথা বলেছে ইসরাইল। কিন্তু এতগুলো নিষ্পাপ শিশুর মৃত্যু কী তাদের সেই দাবির পক্ষে যথার্থ! প্রতিদিন যেভাবে গাজাকে মাটির সঙ্গে মিশিয়ে দেয়ার চিত্র প্রকাশ পাচ্ছে, হামলায় হাত-পা ভেঙে যাওয়া রক্তাক্ত শিশুকে যখন জবাই করার মুরগির মতো থর থর করে কাঁপতে দেখা যায়, অসহায়ের মতো তাকিয়ে ভয়ে তাদের চোখ বিস্ফারিত- তখন কোন যুক্তিতে এই হামলার পক্ষে সাফাই গাওয়া যায়! ঠিক এমন সময়ে দম্ভ করে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবিসি নিউজকে বলেছেন, যুদ্ধ যখন শেষ হয়ে যাবে তখন গাজার পুরো নিরাপত্তার দায়িত্ব নিয়ে নেবে ইসরাইল। তার এই কথা যথেষ্ট ইঙ্গিতপূর্ণ।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/১১/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়