ইবি প্রতিনিধি-টি এইচ জায়িম।। ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত রংপুর জেলা হতে আগত শিক্ষার্থীদের সংগঠন রংপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে রংপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি আহসান নাঈমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রউপদেষ্টা অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মণ। বিশেষ অতিথি হিসেবে ফোকলোর স্টাডিজ বিভাগের প্রভাষক ড. শিবলী চৌধুরী ও সম্¥ানিত অতিথি হিসেবে ভরসা গ্রুপ অফ ইন্ডাস্ট্রীজ এর টেপুটি জেনারেল ম্যানেজার শের মো. আবু রায়হান উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক সাজেদা আক্তার জলি।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের ক্রেষ্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। পরে দিনব্যাপী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।