পিরোজপুরঃ জেলার ইন্দুরকানীতে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ ও জাতীয় সংসদে শিক্ষকদের জন্য ১০ শতাংশ আসন বরাদ্দের দাবি জানানো হয়।
শনিবার ইন্দুরকানী উপজেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের আহবায়ক এম. আহসানুল ছগিরের সভাপতিত্বে উপজেলার ইন্দুরকানী মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অডিটরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অথিতির বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির বরিশাল বিভাগের আহবায়ক অধ্যক্ষ মো: আলমগীর হোসেন।
ঐক্যজোটের সদস্য সচিব খান মো: নাসির উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন অধ্যক্ষ ইউনুস আলী, পিরোজপুর জেলার আহবায়ক মো: শাহজাহান গাজী, ভান্ডারিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মনোয়ার হোসেন পলাশ, যুগ্ম সম্পাদক মাসুম বিল্লাহ, প্রভাষক রফিকুল ইসলাম গাজী, অহেদুরহ ক তালুকদার, শিক্ষক শফিকুল ইসলাম, মাহবুবুল আলম নান্নু ও নিগার সুলতানা।
বক্তাগন চাকুরী জাতীয়করণের জোর দাবী জানান। শিক্ষক নেতারা দেশে অভিন্ন শিক্ষা নীতি বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন, একদেশে দুই নীতি চলতে পারে না। শিক্ষার মান উন্নয়নে এবং শিক্ষকদের মাঝে কর্মোদ্দীপনা বাড়াতে অচিরেই দেশে অভিন্ন শিক্ষা নীতি প্রণয়ন ও মাধ্যমিক শিক্ষা জাতীয়করণে সরকারের সুদৃষ্টি কামনা করেন তাঁরা। একইসঙ্গে তাঁদের দাবি দ্রুত বাস্তবায়ন না হলে, পরবর্তীতে বৃহত্তর আন্দোলন কর্মসূচির ঘোষণা দেন তাঁরা।
সম্মেলনে উপজেলার ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের ২ শতাধিক শিক্ষক অংশগ্রহন করেন।
সম্মেলনে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এ পিরোজপুর জেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক (মাদরাসা) নির্বাচিত হওয়ায় শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের ইন্দুরকানী উপজেলার সদস্য সচিব খান মো: নাসির উদ্দিনকে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়