শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ এইচএসসি ও সমমানের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে রোববার সিরাজগঞ্জের চৌহালী ও জামালপুরের দেওয়ানগঞ্জে ৮ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
এ ছাড়া অনিয়মের অভিযোগে সব পাবলিক পরীক্ষার কার্যক্রম থেকে স্থায়ীভাবে বহিষ্কার হওয়া শিক্ষক পিরোজপুরের ইন্দুরকানীতে কক্ষ পরিদর্শক হিসাবে দায়িত্ব পালন করছেন। অনিয়মের অভিযোগে সব পাবলিক পরীক্ষার কার্যক্রম থেকে স্থায়ীভাবে বহিষ্কার হওয়া শিক্ষক পিরোজপুরের ইন্দুরকানীতে কক্ষ পরিদর্শক হিসাবে দায়িত্ব পালন করছেন।
ইন্দুরকানীতে স্থায়ীভাবে বহিষ্কৃত শিক্ষক মো. ইউসুফ আলিম পরীক্ষার কক্ষ পরিদর্শক হিসাবে দায়িত্ব পালন করছেন। রবিবার টগড়া দারুল ইসলাম কামিল মাদ্রাসা কেন্দ্রে ওই শিক্ষককে দেখা গেছে। তিনি টগড়া মাদ্রাসার প্রভাষক।
জানা যায়, কয়েক বছর আগে ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার অধীন টগড়া দারুল ইসলাম কামিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষায় অনিয়মের অভিযোগে মো. ইউসুফকে সব পাবলিক পরীক্ষার কার্যক্রম থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।
কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ্ আলম হাওলাদার জানায়, প্রতিষ্ঠান থেকে যেভাবে পরিদর্শক হিসাবে শিক্ষকদের তালিকা দিয়েছে আমি সেই অনুসারে দিয়েছি।
চৌহালী মঞ্জুর কাদের কারিগরি কলেজ পরীক্ষা কেন্দ্রে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত পরীক্ষার্থী হলেন ওই কলেজের বিএম শাখার শিক্ষার্থী মেহেদী হাসান।
কেন্দ্র সচিব অধ্যক্ষ আহসান হাবিব দুলাল মিয়া এ তথ্য জানান।
দেওয়ানগঞ্জ মহিলা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ কেন্দ্রে নকল করার দায়ে ৭ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তারা অ্যাড. নূরুল ইসলাম বিএম কলেজ এবং মহিলা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের শিক্ষার্থী।
এদিকে কেন্দ্রে নকল সরবরাহ করায় মহিলা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অফিস সহকারী আব্দুল খালেককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন একাডেমিক সুপারভাইজার সজল ভদ্র।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৮/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়