নিউজ ডেস্ক।।
জাতীয় বিশ্ববিদ্যাালয়ের অধীনে বিএড (ব্যাচেলর অব এডুকেশন) প্রোগ্রামে ১বছর মেয়াদি কোর্সের ২০২১ সালের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে।
অনলাইনে প্রাথমিক আবেদন করা যাবে ২৫ নভেম্বর ২০২০ বিকেল ৪টা থেকে ০৭ ডিসেম্বর ২০২০ তারিখ রাত ১২টা পর্যন্ত।
ইন্টারন্যাশনাল এডুকেশন কলেজ ক্যাম্পাস থেকেও সরাসরি আবেদন করা যাবে।
বিস্তারিত জানতে ভিজিট করুন: ( www.nu.ac.bd/admissions )/ www. iec.edu.bd
অথবা যোগাযোগ করুন : 01711289754, 01678627802, 01678627807
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.