ইনডেক্স ট্রান্সফারের আবেদন চেয়ে বিজ্ঞপ্তি

মাদ্রাসা অধিদপ্তরের

শিক্ষাবার্তা ডেস্কঃ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন কর্মরত যে সকল শিক্ষক মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন এমপিওভুক্ত প্রতিষ্ঠানে যোগদান করেছেন তাদের ইনডেক্স ট্রান্সফারের জন্য আবেদন করতে বলা হয়েছে।

সোমবার (৩০ জানুয়ারি) মাদ্রাসা শিক্ষা অধিদেপ্তরের পরিচালক মোহাম্মদ আবু নঈম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কিংবা কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন স্কুল/ কলেজে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক সুপারিশকৃত যে সকল ইনডেক্সধারী শিক্ষক মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন এমপিওভুক্ত মাদ্রাসায় যোগদান করেছেন; তাঁদের এমপিওভুক্তি ও ইনডেক্স পরিবর্তনের আবেদন বিধি মোতাবেক নিষ্পত্তির লক্ষ্যে অনলাইনে https://forms.gle/2iystpQZarbGqfu79 লিংকে তথ্যাদি পূরণ এবং প্রয়োজনীয় ডকুমেন্টসসহ মহাপরিচালক মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর বরাবর হার্ড ফাইলে অতি সত্তর আবেদন দাখিলের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’’

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/৩১/২৩