অনলাইন ডেস্ক :
ইতিহাসকে তরুণদের মধ্যে আনন্দময় করে তুলতে মুক্ত আসরের উদ্যোগে বাংলাদেশ ইতিহাস অলিম্পিয়াড কমিটি সারা দেশে আয়োজন করতে যাচ্ছে ইতিহাস অলিম্পিয়াড। এরই অংশ হিসেবে সাভার আঞ্চলিক ইতিহাস অলিম্পিয়াডের জন্য নিবন্ধন চলছে।
ঢাকা উত্তর, সাভার, ধামরাই, গাজীপুর ও মানিকগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য এ নিবন্ধন গত রোববার থেকে শুরু হয়েছে। এ অঞ্চলের নিবন্ধন শেষ হবে ৮ জুলাই।
বাংলাদেশ ইতিহাস অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক আবু সাঈদ বলেন, ‘সাভার আঞ্চলিক ইতিহাস অলিম্পিয়াড ১২ জুলাই অনুষ্ঠিত হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজে এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। সাভারের পাশাপাশি ঢাকার উত্তর, ধামরাই, গাজীপুর ও মানিকগঞ্জের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী এতে অংশ নিতে পারবে।
মুক্ত আসরের পক্ষ থেকে জানানো হয়, চারটি ক্যাটাগরির ভিত্তিতে নাম নিবন্ধন চলছে। চার ক্যাটাগরি হল- তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি বা সমমান এবং স্ট্যান্ডার্ড-৩ থেকে স্ট্যান্ডার্ড-৫ প্রাথমিক ক্যাটাগরি, নিম্ন মাধ্যমিক ক্যাটাগরি ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি বা সমমান এবং স্ট্যান্ডার্ড-৬ থেকে স্ট্যান্ডার্ড-৮, মাধ্যমিক: নবম, দশম শ্রেণি ও এসএসসি পরীক্ষার্থী বা সমমান এবং ও–লেভেল এবং ও–লেভেল পরীক্ষার্থী, উচ্চমাধ্যমিক ক্যাটাগরি একাদশ, দ্বাদশ শ্রেণি ও এইচএসসি পরীক্ষার্থী বা সমমান এবং এ–লেভেল এবং ও-লেভেল পরীক্ষার্থীরা।
অলিম্পিয়াডে থাকবে কুইজভিত্তিক লিখিত পরীক্ষা, সেমিনার, সারপ্রাইজ পর্ব, তাৎক্ষণিক কুইজ, ঐতিহ্যবাহী স্থান পরিদর্শনসহ নানা আয়োজন।
আয়োজনের বিস্তারিত জানা যাবে ইতিহাস অলিম্পিয়াডের ফেসবুক পেজে।