স্পোর্টস ডেস্ক।।
২০২২ সালের ইউরোপীয়ান বর্ষসেরা ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে নির্বাচিত হয়েছেন নারী টেনিসের নাম্বার ওয়ান ইগা সোয়াইটেক।
পোলিশ প্রেস এজেন্সি (পিএপি) ইগা সোয়াইটেককে এই খেতাবের জন্য নির্বাচিত করেছে। ২০২১ সালে নোভাক জোকোভিচের পর এই নিয়ে টানা দ্বিতীয়বারের মত টেনিসের কোনও খেলোয়াড় এই পুরস্কারের জন্য সেরা বিবেচিত হলেন। ১৯৫৮ সালের পর থেকে প্রতি বছর এই পুরস্কার দিয়ে আসছে পিএসপি।
২১ বছর বয়সী সোয়াইটেকের আগে তিনজন পোলিশ তারকা এই তালিকায় বিজয়ী হয়েছিলেন। তাঁরা হলেন ২০২০ সালে ফুটবল তারকা রবার্ট লেওয়ান্ডোভস্কি, ১৯৫৮ সালে লং জাম্পার জিডিসল ক্রিজিসকোওয়াইক এবং ১৯৬৬ ও ১৯৭৪ সালে স্প্রিন্টার ইরিনা সিজিভিনিস্কা।
সূত্র- টেনিসডটকম।